বাংলাহান্ট ডেস্ক : রবিবার দিন সিবিআইয়ের (Central Bureau of Investigation) হাতে তাপস মন্ডলের (Tapas Mondal) গ্রেপ্তারির পর থেকেই প্রকাশ্যে আসছে প্রভাবশালী তত্ত্ব। এবার আদালতে নিয়ে যাওয়ার সময়ে গাড়ি থেকে নেমে আদালতের গেটে ঢোকার আগের ওই কয়েক সেকেন্ডেই ফের তাপস মন্ডল প্রভাবশালী যোগের কথাই বললেন। তাপসের কথায়, তিনি টাকা নেননি, টাকা ‘ডিম্যান্ড’ করেছিলেন।
এখন প্রশ্ন হল, তাহলে কেনই বা সিবিআইয়ের তরফে তাকে গ্রেফতার করা হল ? এই প্রশ্নের উত্তরে তাপসের জবাব, ‘’প্রভাবশালীদের একজনই আমায় ফাঁসিয়েছে।’’ কিন্তু, কে এই প্রভাবশালী ব্যক্তিত্ব ? যদিও সেই বিষয়ে টুঁ শব্দটি করেননি নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ এই তাপস।
তবে, ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরার পাশাপাশি ওই অল্প সময়ে আরও অনেক কথাই বলেছেন তাপস। তাপসের মুখে উঠে এসেছে নিয়োগ দুর্নীতিতে যুক্ত কুন্তল ঘোষের নামও। তাপস জানান, ‘‘কুন্তল ঘোষ তো অভিযোগ করবেই, সেটাই তো স্বাভাবিক। আমি তার বিরুদ্ধে অভিযোগ এনেছি, অতএব সে করবেই।’’ পাশাপাশি, অডিয়ো ক্লিপে যে ৫০ লক্ষ টাকার কথা শোনা গিয়েছিল সেই বিষয়েও মন্তব্য করেন।
ক্ষুব্ধ তাপস সরাসরি বলেন, ‘‘আমি টাকা কোথায় নিলাম, টাকা ডিমান্ড করেছি। আমি কেন টাকা নেব? কুন্তল ঘোষকে যে টাকা দেওয়া হয়েছে, সেটাই আদায় করতে চেয়েছিলাম।’’ পাশাপাশি তার আরোও সংযোজন, ‘‘শুধু ৫০ লক্ষ কেন, আমি ১৯ কোটি ৫০ লক্ষ টাকা দাবি করেছিলাম।’’ তবে এই প্রথমবার তার মুখে প্রভাবশালী ব্যক্তিযোগের তথ্য উঠে এলো।
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থাগুলির পক্ষ থেকে ‘প্রভাবশালী’ হিসাবে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক এবং পর্ষদের সভাপতিদের নাম উঠে এসেছে। তবে প্রভাবশালী বলতে তাপস এদেরকেই ইঙ্গিত করতে চাইছেন কি না, তা স্পষ্ট করেননি তাপস। নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় তাপস সোমবার বলেন, ‘‘আমি অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম।’’