বাংলা হান্ট –
আজ সকালে বাংলার জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালের মৃত্য হয়। তার মৃত্যুতে রাজনৈতিক মহল থেকে শুরু করে সিনেমা জগতে শোকের ছাঁয়া। তার মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িয়ে হাজির হয় বহু ভক্ত। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার দেহতে মাল্যদান করতে পারে বলে জানা যাচ্ছে।
তাপস পাল (ইংরেজি: Tapas Paul) (জন্ম ১৯৫৮) হচ্ছেন একজন বাঙালি অভিনেতা। জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকেট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন তাপস পাল।
জন্ম২৯ সেপ্টেম্বর ১৯৫৮মৃত্যু১৮ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৬১)
মুম্বই, মহারাষ্ট্র, ভারত
জাতীয়তাভারতীয়পেশাঅভিনেতা, রাজনীতিককার্যকাল১৯৮০-বর্তমানদাম্পত্য সঙ্গীনন্দিনী পালসন্তানসোহিনী পাল
২০১৪ সালে, কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে তাপস পাল বিতর্কে জড়িয়ে পড়েন। উক্ত সভায় তিনি নিজেকে “চন্দননগরের মাল” বলে পরিচয় দেন এবং জানান যে তিনি পকেটে “মাল” নিয়ে ঘুরে বেড়ান। এছাড়া তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। পরে এই নিয়ে বিতর্ক তৈরী হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান।
২০১৬ সালের শেষ ভাগে তাপস পাল আবার সংবাদ শিরোণামে আসেন। রোজ ভ্যালি নামে একটি চীট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এই সময়ে তাকে একটি পরচুলা পড়তে দেখা যায় যা সম্ভবতঃ তিনি তার বিখ্যাত ছবি মেজ বউ তে পড়েছিলে
বিস্তারিত আসছে…..