মায়াবী চোখ, গোবেচারা মুখ, সুদর্শন এই তরুণই পরে কাঁপিয়েছেন টলিউড থেকে রাজনীতি! চিনতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক: মায়াবী দু চোখ, ঠোঁটের উপরে সরু গোঁফের রেখা। পরিপাটি করে আঁচরানো চুল। ভাবুক মুখের তরুণটিকে দেখে চেনা চেনা ঠেকছে? এক সময়ে ইনিই ছিলেন ‘বং ক্রাশ’। মহিলা মহলে ছিল বিপুল জনপ্রিয়তা। বিশেষ করে তাঁর মিষ্টি হাসির প্রেমে পড়েই হৃদয় সঁপে দিয়েছেন বহু তরুণী থেকে যুবতী। তবে শুধুই যে তিনি প্রেমিক হিসাবে ধরা দিয়েছেন এমনটা কিন্তু নয়। কারোর কাছে ছেলে, কারোর কাছে বড় দাদা, আবার কারোর কাছে অভিন্নহৃদয় বন্ধুও হয়ে উঠেছেন।

প্রথমে টলিউড এবং তারপর রাজনৈতিক জগতে পা রেখেছেন তিনি। অবশ্য অভিনয় তাঁকে যতটা খ্যাতি দিয়েছিল, রাজনীতি সবটুকু অর্জিত সম্মান কেড়ে নিয়েছিল। বিতর্ক, গ্লানি সঙ্গে করেই চিরবিদায় নেন তিনি। এতক্ষণে বুঝে গিয়েছেন নিশ্চয়ই ছবিটি কার? ইনি অভিনেতা তাপস পাল (Tapas Paul)।

tapas paul

বাংলা সিনেমার জনপ্রিয়তম অভিনেতাদের মধ্যে একজন তাপস পাল। সমসাময়িক প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেকদের সঙ্গে সমান তালে অভিনয় করেও নিজের আলাদা পরিচিতি বানিয়েছিলেন তিনি। সুদর্শন, নম্র, হাসিখুশি স্বভাবের ছেলেটাকে সকলেই আপন করে নিয়েছিলেন। তাঁর অভিনয়ও ছিল ক্ষুরধার।

ভালবাসা ভালবাসা, দাদার কীর্তি, গুরুদক্ষিণা, কমলার বনবাস, মঙ্গলদীপ, মেজবউ, রাখি পূর্ণিমা, শিমূল পারুল এর মতো হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিলেন তাপস। টলিউডের প্রথম সারিতে জায়গা ছিল তাঁর। খ্যাতি, ভালবাসা, সম্মান সবকিছুই পেয়েছিলেন অঢেল। তারপরেই হঠাৎ তাঁর রাজনীতিতে পদার্পণ।

8373tapas

রাজ্যের শাসক দলে যোগ দেন তাপস পাল। লোকসভার সাংসদও হয়েছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক কেরিয়ার তাঁর সম্মান নষ্ট করে দেয় সম্পূর্ণ। নিজেরই কিছু মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তুমুল বিতর্ক হয়েছিল তাপস পালকে নিয়ে। শেষমেষ সবকিছু থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। অসুস্থও হয়ে পড়েছিলেন প্রাক্তন অভিনেতা। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন তিনি।

সম্প্রতি তাপস পালের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তাঁর এই তরুণ বয়সের ছবিটি শেয়ার করা হয়। ছবিটি দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে আবার দুঃখও প্রকাশ করেছেন প্রয়াত অভিনেতার ভাগ্যের কথা ভেবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর