বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন শিয়রে। তার আগে খাস কলকাতায় বড় ধাক্কা খেল তৃণমূল শিবির। আগেই শোনা গিয়েছিল, দল ছাড়তে পারেন বরাহনগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। অবশেষে নিজেই ঘোষণা করলেন সেকথা। সোমবার সকালেই পদত্যাগের কথা ঘোষণা করলেন তিনি।
বিধানসভায় যাচ্ছেন তাপস রায়। আজ বেলা ১২:১৫ নাগাদ বিধানসভার উদ্দেশে রওনা দেন বরাহনগরের বিধায়ক। যাওয়ার পথেই পদত্যাগের কথা ঘোষণা করলেন তিনি। এরপর বিজেপিতে (BJP) যোগদান করতে পারেন বলে খবর। উত্তর কলকাতা (Kolkata North) কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন তাপস। সন্দেশখালির ঘটনায় ক্ষুব্ধ তিনি। শাহজাহান শেখের হয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলতে পারলেও তাঁকে নিয়ে কিছু বলতে পারলেন না। ইডি হানার পর একবারও খবর নেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অপমানিত হয়ে তৃণমূল (TMC) ছাড়লেন তাপস রায়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি।
সকালেই তাপস রায়ের বৌবাজারের বাড়িতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁরা বেরনোর পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাপস। একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, দলে অসম্মানিত, অবহেলিত, উপেক্ষিত। তাঁর কথায়, ‘দলে এত দুর্নীতি, সন্দেশখালি কাণ্ড, আমায় এত অপমান, অবহেলা, অসম্মান- তাড়না দিয়েছে। বেশ কিছু দিন ধরে আমি দলের থেকে তফাৎ বজায় রেখে চলছি’।
দলের প্রতি অভিমান জাহির করে তাপস বলেন, এত বছরের মধ্যে এই প্রথমবার বিধানসভার বাজেট অধিবেশনে সেভাবে থাকতে পারেননি তিনি। দলের সঙ্গে প্রায় ২৩-২৪ বছরের দীর্ঘ সম্পর্ক। কিন্তু তা সত্ত্বেও জানুয়ারি মাসে যখন তাঁর বাড়িতে ইডি হানা দেয়, তখন দল তাঁর পাশে দাঁড়ায়নি। তাঁকে কেউ একটা ফোনও করেননি। পরিবারের মানুষজনদের সান্ত্বনাটুকুও দেয়নি।
আরও পড়ুনঃ রাজনীতি অতীত! এবার টলিউডে মহুয়া মৈত্র, সৃজিতের হাত ধরে কোন ছবিতে ডেবিউ TMC নেত্রীর?
এখানেই অবশ্য থামেননি তাপস। তিনি বলেন, ‘আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি আমার বাড়িতে ইডির অভিযানের নেপথ্যে দলেরই কেউ কেউ আছে’। প্রবীণ রাজনীতিকের কথায়, দলের লোক যখন বিরুদ্ধে চলে যায় সেটা ‘দুর্ভাগ্যের’। শোনা যাচ্ছে, তৃণমূল-ত্যাগের পর বিজেপিতে যোগদান করতে পারেন তাপস। কেউ কেউ এও দাবি করছেন, লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী হতে পারেন তিনি। তবে সেই কেন্দ্রে সজল ঘোষের নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তাপস নিজে কোনও বিষয়েই কোনও প্রকার মন্তব্য করেননি।