বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং সরকারি প্রকল্পের টাকা নয়ছয় ও চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে জড়ায় তৃণমূলের নেতা, বিধায়করা। এমনকি বাদ যাননি রাজ্যের মন্ত্রীরাও। আর সেই তালিকায় নতুন সংযোজন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।
তেহট্টের বিধায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল। আর এবার ধৃত প্রবীর বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল।
প্রবীর কয়াল জানিয়েছেন যে, বিধায়ক কোটি কোটি টাকা খেয়ে তাঁকে ফাঁসিয়েছেন। প্রবীরবাবু আরও বলেছেন যে, ‘আমি যা টাকা তুলেছি, সব বিধায়ক তাপস সাহাকে দিয়েছি।” উল্লেখ্য, বুধবার আর্থিক প্রতারণার মামলায় প্রবীরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশের দুর্নীতিদমন শাখার বিশেষ দল। এরপর প্রবীরকে তেহট্ট থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।
আর এরই মাঝে বিধায়ককে নিয়ে বিস্ফোরক দাবি করেন প্রবীরবাবু। তিনি বলেন, বিধায়ক তাপস সাহা আমাকে ফাঁসিয়েছে। আমি যা টাকা তুলেছি, সব ওনাকেই দিয়েছি। প্রবীরবাবু আরও বলেন যে, তাপস সাহা প্রায় ১০ কোটি টাকা লুঠ করেছেন।