কষ্টের জীবন কাকে বলে পরিযায়ী শ্রমিকদের দেখে বুঝুন, তুমুল সমালোচনার মুখে তাপসী

বাংলাহান্ট ডেস্ক: ঘরের এসি খারাপ হয়ে গিয়েছে তাপসী পান্নুর (tapsee pannu)। লকডাউনের মধ‍্যে এসি ঠিক করানোর লোকও পাচ্ছেন না। ফলে রীতিমতো আতান্তরে পড়েছেন অভিনেত্রী। এসি খারাপ হওয়াতে কষ্ট করে কিভাবে বেঁচে থাকতে হয় তা শিখেছেন তিনি। সম্প্রতি এমনই একটি স্ট‍্যাটাস দিয়েছেন তাপসী।

Tapsee pannu photo shoot new4121
আর সেই স্ট‍্যাটাসের পরেই তীব্র সমালোচনা শুরু হয়েছে তাপসীকে ঘিরে। মাত্র একটি এসি খারাপ হতেই এত ভেঙে পড়েছেন তিনি। অথচ যখন এই মন্তব‍্য করছেন তিনি তখনই দলে দলে পরিযায়ী শ্রমিকরা খালি পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। তাদের পেটে খাবার নেই, মাথার ওপর ছাদ নেই।
কেউ কেউ মন্তব‍্য করেছেন, টিভি খুলে দেখুন তাহলেই বুঝতে পারবেন আসল কষ্ট কাকে বলে। আবার অনেকে তাঁকে ‘ছদ্ম নারীবাদী’ বলেও মন্তব‍্য করেছেন। তবে কোনও সমালোচনারই কোনও জবাব দেননি তাপসী।

https://www.instagram.com/p/CAR58Z9Budq/?igshid=gxc2vwtqag97

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সূদ। পরিযায়ী শ্রমিকদের জন‍্য নিজের খরচায় বাস ভাড়া করে তাদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব‍্যবস্থা করেছেন তিনি। সবটাই সরকারের অনুমতি নিয়েই তিনি করেছেন বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে, লকডাউনের মধ‍্যেই ১০টি বাস ভাড়া করে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ‍্যে ফেরার বন্দোবস্ত করে দিয়েছেন অভিনেতা। মুম্বই থেকে কর্ণাটকে যাবেন ওই পরিযায়ী শ্রমিকরা। লকডাউনে ১০টি বাস জোগাড় করে সেসব কিছুর খরচ বহন করা থেকে শুরু করে নিজে বাস স্ট‍্যান্ডে দাঁড়িয়ে থেকে ওই শ্রমিকদের যাত্রার ব‍্যবস্থা করে দিয়েছেন সোনু।

Niranjana Nag

সম্পর্কিত খবর