শৌচাগারে কি অবস্থায় পড়লেন তাপসী! অভিনেত্রীর ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) জনপ্রিয় অভিনেত্রীদের অন‍্যতম হলেন তাপসী পান্নু (tapsee pannu)। বেশ কয়েকটি সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তবে অভিনয় ছাড়াও মাঝে মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা যায় তাপসীকে। রাজনৈতিক মতামত প্রকাশের জন‍্য বা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বিতর্কে জড়িয়েও লাইমলাইট কাড়েন তাপসী।

তবে অভিনয় দক্ষতা যে তাঁর যথেষ্ট রয়েছে সে বিষয়ে দ্বিমত নেই সিনেপ্রেমীদের। আর তাই তো অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন তাপসী। সেখানে দেখা যাচ্ছে বাথরুমে বসে রয়েছেন তিনি।

Tapsee pannu photo shoot new4121
ডেনিম হট প‍্যান্ট, সবুজ টিশার্ট পরে রয়েছেন তাপসী। বিনুনি করে বাঁধা মাথার চুল। ছবির ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন নিজেকে প্রশ্ন করতে হয়, “আমি এখানে কিভাবে পৌঁছালাম?” আমিও সেটাই ভাবছিলাম।’

আসলে আগামী ছবি ‘লুপলপেটা’য় তাপসীর প্রথম লুক এটি। তাঁর চরিত্রের নাম সাভি। অনুরাগীদের সঙ্গে ছবির প্রথম লুক শেয়ার করতেই এই ছবিটি পোস্ট করেন তাপসী। আর তা শেয়ার করার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CKxtXoXJ2Y9/?igshid=bn3b0isuwojk

তবে প্রশংসার পাশাপাশি একটু মজা মশকরাতেও মজেছেন নেটিজেনরা। কঙ্গনা ও তাপসীর মধ‍্যেকার বিতর্ক সম্পর্কে সকলেই জানেন। এর আগে কারণে অকারণে বহুবার তাপসীর বিরুদ্ধে তোপ দেগেছেন কঙ্গনা। এবার পালটা কুইন অভিনেত্রীকেই একহাত নিলেন তাপসী অনুরাগীরা। একজন লেখেন, এবার কঙ্গনা অপেক্ষা করবেন কখন কেউ তাপসীর একটি খারাপ ছবি পোস্ট করবে যাতে তিনি তাতে কমেন্ট করতে পারেন।

কিছুদিন আগে সোশ‍্যাল মিডিয়ায় তাপসী পান্নুর পোস্ঠ করা এক ছবিতে কঙ্গনার এক অনুরাগী মন্তব‍্য করেন, তাপসী নাকি কঙ্গনাকে নকল করেছেন। সেই পোস্টই শেয়ার করে তাপসীর নাম না নিয়ে অভিনেত্রী লেখেন, ‘ও আমার প্রকৃত ভক্ত। ও আমাকে মনপ্রাণ দিয়ে নকল করে।’

এখানেই শেষ নয়, কঙ্গনা আরো বলেন, অমিতাভকে সবথেকে বেশি নকল করা হয়। মহিলা হিসাবে তারপরেই তাঁর নিজের স্থান। এতে তুমুল চটে যায় বিগ বি অনুরাগীরা। অহঙ্কার করতে গিয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়েছেন কঙ্গনা। এমনটাই অভিযোগ ওঠে সোশ‍্যাল মিডিয়ায়। তবে পালটা কোনো মন্তব‍্য করেননি অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর