বিকিনিতে জলে ভাসছেন তাপসী, মালদ্বীপ থেকে ছবি শেয়ার করলেন তাপসী

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ঝামেলা বিতর্ক থেকে দূরে মলদ্বীপে (maldives) প্রকৃতির মাঝে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু (tapsee pannu)। দীর্ঘদিনের লকডাউন ওঠার পর মনকে কিছুটা চাঙ্গা করতেই টুক করে ভ‍্যাকেশনে চলে গিয়েছেন তিনি। সেখান থেকে অনুরাগীদের জন‍্য শেয়ার করছেন একের পর এক ছবি (photo)।

বোন শগুন পাণ্ডের সঙ্গে মলদ্বীপ ভ্রমণে গিয়েছেন তাপসী। সেখানে গিয়েই একের পর এক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন তিনি। মলদ্বীপে গিয়ে কখনো কালো বিকিনি আবার কখনো প্রিন্টেড বিকিনি পরে ধরা দিয়েছেন অভিনেত্রী।

কখনো সুইমিং পুলে নীল বিকিনি পরে ব্রেকফাস্ট উপভোগ করছেন আবার কখনো কালো বিকিনিতে ঘন্টা বাজিয়ে ২০২০ কে বিদায় জানাতে দেখা যাচ্ছে তাপসীকে। এই বছরটা খুবই খারাপ সময়ের মধ‍্যে দিয়ে কাটছে বলে মন্তব‍্য করেন তিনি।

https://www.instagram.com/p/CGEVAuFp0K4/?igshid=he2960uf9dfu

 

https://www.instagram.com/p/CGFUySppLE6/?igshid=1hjoht5e1rqx2

https://www.instagram.com/p/CGFdsfVp8KT/?igshid=1q0yu4ikwn0rk

তাই ঘন্টা বাজিয়ে যদি এই বছরটাকে বিদায় জানাতে পারতেন তাহলে খুব ভাল হত বলে মনে করেন তাপসী। মলদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিংয়েরও স্বাদ নিয়েছেন তিনি। সেই ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/tv/CGH480tpw-v/?igshid=c5f39uqoygxd

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর বলিউডে বহিরাগত প্রসঙ্গ নিয়ে তাপসীকে ‘বি গ্রেড’ অভিনেত্রী বলে মন্তব‍্য করেন কঙ্গনা রানাওয়াত। সেই নিয়েই টুইট যুদ্ধ শুরু হয় দুজনের মধ‍্যে। এরপর রিয়া চক্রবর্তীর সমর্থনেও মুখ খোলেন তাপসী।

https://www.instagram.com/p/CGJkDewpE5y/?igshid=gat66usags85

রিয়া জেল থেকে মুক্তি পেতে টুইটারে তিনি লেখেন, ‘আশা করছি এতদিন রিয়া জেলে থাকায় সেইসব মানুষদের অহং শান্ত হয়েছে যারা সুশান্তের বিচারের নামে নিজেদের ব‍্যক্তিগত বা পেশাগত সুবিধা মেটাচ্ছিলেন। প্রার্থনা করি নিজের জীবনের প্রতি যেন ও বীতশ্রদ্ধ না হয়ে পড়ে। জীবন কঠিন কিন্তু এটা এখনো শেষ হয়ে যায়নি।’

X