বাংলাহান্ট ডেস্ক : তারাপীঠে (Tarapith) ভক্তদের হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ। ভক্তদের জন্য এবার ভোর সাড়ে পাঁচটায় খুলে দেওয়া হবে মন্দিরের গর্ভগৃহ। তার এক ঘন্টা পর মন্দিরের দরজা খুলবে বিশেষ লাইনের ভক্তদের জন্য। বেশ কিছুদিন ধরে তারাপীঠ মন্দির কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল ভক্তদের পক্ষ থেকে।
তারাপীঠ (Tarapith) নিয়ে এবার কড়া প্রশাসন
সেই বিষয়টি নিয়ে সোমবার জেলাশাসক বিধান রায় একটি বৈঠক করেন মন্দির কর্তৃপক্ষের সাথে। সূত্রের খবর, জেলাশাসক বিধান রায় এদিনের বৈঠকে বলেন, ‘এমনটা চলতে থাকলে ট্রাস্টি করে দেওয়া হবে। পুণ্যার্থীদের অসুবিধা হয়, এমন কোনও কাজ করা যাবে না।’ তারসাথে জেলাশাসক বলেন, নির্দিষ্ট নিয়ম মেনে যাতে মন্দিরের গেট খোলা, ভোগ বিতরণ ও আরতি হয় সেদিকেও নজর দিতে হবে।
বেশি টাকার বিনিময়ে দেবীদর্শন, সাধারণ ভক্তদের দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকা, সেবায়েতদের মর্জি মাফিক মন্দিরের গেট খোলা ইত্যাদি বিষয়ে নিয়ে বহুদিন ধরে অসন্তোষ জন্মাচ্ছিল ভক্তদের মনে। তারাপীঠ (Tarapith) মন্দিরের এই অব্যবস্থা ক্ষোভ জন্ম দিচ্ছিল পুণ্যার্থীদের মনে। এবার সেই ক্ষোভ প্রশমিত করতে উদ্যোগী হল প্রশাসন (State Government)।
আরোও পড়ুন : অপেক্ষার অবসান! ৭% DA বৃদ্ধি করল রাজ্য সরকার! কবে থেকে হাতে পাবেন সরকারি কর্মীরা?
বৈঠকের পর বিধান রায় বলেন, ‘প্রশাসনিক নির্দেশ কার্যকর করা হচ্ছে কি না, সেটা দেখতে মহকুমাশাসক ও পুলিশ আচমকা মন্দির পরিদর্শনে যাবেন। যদি নিয়ম মানা না-হয়, তবে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।’ এরই সাথে মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ভক্তদের মন্দিরে প্রবেশের আগে ফোন জমা দিতে হবে নিরাপত্তারক্ষীদের কাছে। মন্দির কমিটির (Comittee) সভাপতি জানান, ‘মন্দির ভোর সাড়ে ৫টায় খুলে যাবে সাধারণ পুণ্যার্থীদের জন্য। দুপুরে ভোগ নিবেদন, সন্ধ্যায় শীতলভোগ নিবেদনের নির্দিষ্ট নিয়ম স্থির করা হয়েছে। পালাদার সেবায়েত মন্দির কমিটির সহযোগিতায় পরিচালনা করবেন।’