করোনার বিরুদ্ধে লড়াইতে এগিয়ে এল তারাপীঠ মন্দির, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিল অনুদান

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলা এবার দান করল তারাপীঠ মন্দির (Tarapith Temple)। সংকটময় এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখে, তাঁদের প্রয়োজনে প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে তিন লক্ষ টাকার চেক তুলে দিলেন তারাপিঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি, মন্দির কমিটির সেক্রেটারি ধ্রুব চ্যাটার্জি এবং অন্যান্য সদস্যবৃন্দ।

 

করোনা ভাইরাস নিয়ে বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে। চীন, স্পেন, ইতালি, আমেরিকাকে পেরিয়ে এখন ভারতে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যেহেতু এই রোগ ছড়িয়ে পড়ছে, তাই সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে জারী করা হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে বেরোতে নিষেধ করে দেওয়া হয়েছে।

দেশেও এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রচুর মানুষ আর্থিক অনুদান দিয়ে চলেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্বনাম ধন্য ব্যক্তিরাও এই অনুদান করছেন। বিভিন্ন দেব- দেবীর মন্দির থেকেও অর্থ অনুদান আসছে সরকারের তহবিলে। এবার এই তহবিলে অনুদান তুলে দিল ভারত খ্যাতি পশ্চিমবঙ্গের (West bengal) অন্যতম দেবী জগৎ জননী তাঁরা মায়ের মন্দির, অর্থাৎ তারাপীঠ মন্দির। মন্দির কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হল ৩ লক্ষ টাকার চেক।

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও অবধি ভারতে আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা ৫১। আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, প্রায় ৪০০ জন। পশিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ জন এবং মৃতের সংখ্যা ৬ জন।

সম্পর্কিত খবর

X