কপাল খুলল ‘অনুরাগের ছোঁয়া’র! এক ধাক্কায় নম্বর কমল ‘নিম ফুলের মধু’র, TRP তালিকায় বড় চমক

বাংলা হান্ট ডেস্ক : সপ্তাহের বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। সারা সপ্তাহ জুড়ে কোন সিরিয়ালকে মানুষ কত বেশি ভালোবাসা দিয়েছে তা জানা যায় এই টিআরপি (Target Rating Point) নম্বর থেকেই। জনপ্রিয়তার নিরিখে কোন সিরিয়াল (Bengali Serial) কত নম্বর পেল তা জানা যায় এই টিআরপি তালিকা দেখেই। ধারাবাহিকতা বজায় রেখে চলে এল এই সপ্তাহের টিআরপি তালিকা।

চলতি সপ্তাহে এক ধাক্কায় চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। ঈশার ষড়যন্ত্রে প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিনে পোস্ট করা হয়েছে পর্ণার অ্যাডাল্ট ছবি। পর্ণা-সৃজনের ঝুলিতে এসেছে ৮.০ পয়েন্ট। ওদিকে বাকিদের টপকে তৃতীয় স্থানে উঠে গেছে গীতা এলএলবি (৮.১)। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। সিরিয়ালটির দখলে রয়েছে ৮.২ পয়েন্ট।

ধারাবাহিকতা বজায় রেখে তালিকার শীর্ষে রয়েছে জগদ্ধাত্রী। টার্ন অ্যান্ড টুইস্টে ফের নম্বর ওয়ান পজিশনে জ্যাস স্যানাল। চলতি সপ্তাহের বেঙ্গল টপারের দখলে রয়েছে মোট ৯.১ নম্বর। এবং অবশেষে শিকে ছিঁড়ল সূর্য-দীপার। চলতি সপ্তাহে পঞ্চম স্থানে জায়গা করেছে এই মেগা। ধারাবাহিকটির দখলে রয়েছে ৭.৫ নম্বর।

আরও পড়ুন : ভোটের আগেই শুরু তোড়জোড়! দু’দফায় ৬হাজার কনস্টেবল নিয়োগ করছে কলকাতা পুলিশ

এদিকে এসে থেকেই ছক্কা হাঁকাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালটি। সঙ্গ দিচ্ছে ‘কার কাছে কই মনের কথা’। দুটি সিরিয়ালের দখলেই রয়েছে মোট ৭.০ নম্বর। সেই সাথে ‘সন্ধ্যাতারা’ এবং ‘লাভ বিয়ে আজকাল’-এর দখলে রয়েছে ৬.৮ পয়েন্ট। এরপরেই জায়গা করে নিয়েছে ‘তোমাদের রাণী’ (৬.৭)। এদিকে অপরাজিতা আঢ্যের দখলে রয়েছে ‘জল থই থই ভালোবাসা’। সিরিয়ালটির দখলে রয়েছে ৬.৫।

রইল এই সপ্তাহের সেরা ১০ সিরিয়ালের তালিকা 

1st •• জগদ্ধাত্রী ৯.১
2nd •• ফুলকি ৮.২
3rd •• গীতা llb ৮.১
4th •• নিম ফুলের মধু ৮.০
5th •• অনুরাগের ছোঁয়া ৭.৫
6th •• কোন গোপনে মন ভেসেছে, কার কাছে কই মনের কথা ৭.০
7th •• সন্ধ্যাতারা, লাভ বিয়ে আজকাল ৬.৮
8th •• তোমাদের রাণী ৬.৭
9th •• জল থই থই ভালোবাসা ৬.৫
10th •• তুমি আশেপাশে থাকলে ৬.২

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর