রামমন্দিরে পর্দাপন রামলালার! ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত গোটা অযোধ্যা নগরী

বাংলাহান্ট ডেস্ক : অযোধ্যায় মন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে প্রতীকী মূর্তি বসানো হয়েছিল বুধবার। ‘পরিসর ভ্রমণ’ নামে বলা হয়েছে এই প্রক্রিয়াকে। এবার বৃহস্পতিবার মন্দিরের গর্ভগৃহে নেপালের কষ্টিপাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে আনা হল। মূর্তি প্রবেশের আগে ভগবানের পুজো করা হয়।

তারপর ক্রেনের সাহায্যে রামলালার মূর্তি ‘জয় শ্রীরাম’ ধ্বনি সহযোগে প্রবেশ করানো হয় গর্ভগৃহে। শ্রীরাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র বলেছেন, রামলালার গৃহ প্রবেশ হয়েছে আজ ভোরে। বিরাট রামমূর্তি আজ ভোরে আনা হয় মন্দিরে। ‘পরিসর ভ্রমণে’র পাশাপাশি কৈলাশ পূজন করা হয় মঙ্গলবার।

আরোও পড়ুন : খুব তাড়াতাড়িই দেখা যাবে যুবরাজের বায়োপিক! কে হবেন সেই সুপারস্টার? জানিয়ে দিলেন যুবি

নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ২২ তারিখ প্রাণ প্রতিষ্ঠার পর পুজো চলবে ৭ দিন ধরে। সব আচার-নিয়ম পালন করবেন ১২১ জন আচার্য। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে ২২ তারিখ বেলা ১২টা বেজে ২০ নাগাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করবেন রামলালার। সব মিলিয়ে, অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।

আরোও পড়ুন: জন্মের নথি হিসেবে আর গ্রহণযোগ্য নয় আধার কার্ড! বড়সড় ঘোষণা কেন্দ্রের

রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি প্রমুখরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ৭ হাজার বিশিষ্টকে আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দির উদ্বোধনের দিন।

1200 675 20535328 thumbnail 16x9 ll

রাম মন্দির উদ্বোধন উপলক্ষে উত্তর প্রদেশ সরকার সরকারি ছুটি ঘোষণা করে। এরপর বিজেপি শাসিত রাজ্যগুলিতেও ২২ জানুয়ারি ঘোষণা করা হয় সরকারি ছুটির। অন্যদিকে, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মরিশাস সরকার সেদেশের হিন্দু কর্মচারীদের ২২ জানুয়ারি ৪ ঘন্টার কর্ম বিরতির ঘোষণা করেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর