হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘গাঁটছড়া’ ও ‘মিঠাই’! শীর্ষস্থান কার দখলে?

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিক জগতে হাড্ডাহাড্ডি লড়াই। জি বাংলা এবং স্টার জলসা একে অপরকে একচুল জমি ছাড়তে রাজি নয়। গতবারে বাংলা ধারাবাহিক গুলির টিআরপি আইপিএল কারণে অনেকটাই কম ছিল।তবে আইপিএল শেষ হতেই টিআরপি তালিকায় নম্বর বেড়েছে ধরাবাহিকগুলির। গত সপ্তাহের থেকে নম্বর বেড়েছে সব ধারাবাহিকের। তবে নতুন নতুন ধারাবাহিক আসার সত্বেও আগের বারের মত এবারও চলছে সেই ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’র হাড্ডাহাড্ডি লড়াই। তবে এই সপ্তাহের মহারণক্ষেত্রে জি বাংলাকে হারিয়ে বিজেতার শিরোপা জিতল স্টার জলসার “গাঁটছড়া”।

রকি দ্য রকস্টার আসল পরিচয় যে সিড, একথা সামনে আসতেই টিআরপি উর্ধ্বমুখী মিঠাই ধারাবাহিকের। অন্যদিকে গাঁটছড়া ধারাবাহিকে ঋদ্বিমান ও খড়ির অসুখী দাম্পত্যের মাঝেও খুনসুটিতে বর্তমানে মজেছে সারাবাংলা। তাদের সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে এগোয় সেই নিয়েই টানটান উত্তেজনা বহাল রয়েছে দর্শকদের মধ্যে। এই সপ্তাহে ৮.২ নম্বর পেয়েছে ‘মিঠাই’। অর তার থেকে মাত্র ০.২ নম্বর বেশি পেয়ে এই সপ্তাহে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে ‘গাঁটছড়া’। তৃতীয় স্থানে রয়েছে লালন ফুলঝুড়ির ‘ধুলোকণা’। পর্দায় লালন আর ফুলঝুড়ির মান অভিমান পর্ব রীতিমতো জমে ক্ষীর। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা…

   

প্রথম- গাঁটছড়া (৮.৪)
দ্বিতীয়- মিঠাই (৮.২)
তৃতীয়- ধূলোকণা (৭.৯)
চতুর্থ- গৌরী এলো (৭.৫)
পঞ্চম- আলতা ফড়িং (৭.৪)
ষষ্ঠ- মন ফাগুন (৬.৯)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)
সপ্তম- অনুরাগের ছোঁয়া (৬.২)
অষ্টম- আয় তবে সহচরী (৫.৮)
নবম- উমা (৫.৬)
দশম- এই পথ যদি না শেষ হয় (৫.৫)

সোশ্যাল মিডিয়ায় অনভি জুটির জনপ্রিয়তা থাকলেও সেরা দশে জায়গা পায়নি ‘লালকুঠি’। অন্যদিকে প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় উঠে এলেও দ্বিতীয় সপ্তাহে সেরা দশে আসতে পারল না ‘খেলনা বাড়ি’। এই সপ্তাহেও সেরা দশে জায়গা করতে পারল না ‘বৌমা একঘর’।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর