বাংলা হান্ট ডেস্ক: প্রতিবারই TRP নিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে সিরিয়াল গুলির মধ্যে। মোটামুটি নায়ক নায়িকার রসায়ন কখনও বা স্টোরিলাইনের ওপর ভর করে বেড়ে চলে সিরিয়াল গুলির জনপ্রিয়তা। এবং তার ওপরেই নির্ভর করে TRP রেট। সপ্তাহান্তে জানা যায় কার ভাগ্যে কতো নম্বর জুটলো।
এই সিজিনের প্রায় পুরোটাই মাতিয়ে রেখেছে IPL 2024। ফলে স্বাভাবিক ভাবেই উত্তেজনা একটু কম ডেলিসোপ গুলি নিয়ে। কিন্তু তার মাঝেও কিছু কিছু সিরিয়াল যেমন TRP হারিয়েছে ঠিক তেমনই কিছু কিছু সিরিয়াল আশ্চর্যজনক ভাবে বাড়িয়ে ফেলেছে Target Rating Point ।
শুক্রবার আসা TRP রেট অনুযায়ী এই মুহূর্তে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে জি বাংলার ফুলকি। কদিন আগেই প্রথমে থাকা নিম ফুলের মধু ধারাবাহিকটি এই সময়ে রয়েছে দ্বিতীয় স্থানে যার TRP (6.8)। তৃতীয় এবং চতুর্থ স্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে স্টার জলসার কথা এবং জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়াল নিয়ে। বেশ কিছু নতুন ধারাবাহিক যেমন বধূয়া, কোন গোপনে মন ভেসেছে কিম্বা গীতা এল এল বি এই রেটের ওপর দিকে থাকলেও বেশ পিছিয়ে জল থৈ থৈ ভালোবাসা।
আরও পড়ুন:দক্ষিণবঙ্গে টানা ৩ দিন ঝমঝমিয়ে বৃষ্টি, তাপমাত্রা কমবে এই জেলাগুলিতে! সুখবর দিল আবহাওয়া দফতর
কিছুদিন আগেও সূর্য দীপার রসায়ন সবাইকে মাতিয়ে রাখলেও স্টোরি লাইনের পরিবর্তন কিম্বা সূর্যের না থাকায় হয়তো এই ধারাবাহিক কে ক্রমশ নীচের দিকে নামিয়ে এনেছে। তবে নবম স্থান ধরে রেখে কিছুটা হলেও সন্মান রক্ষা হয়েছে। সবচেয়ে শেষে রয়েছে কার কাছে কই মনের কথা।
দেখে নিন এই সপ্তাহের সেরা দশটি সিরিয়ালের তালিকা
প্রথম- ফুলকি (৭.০)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৮)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৭)
চতুর্থ- কথা (৬.৪)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে/ গীতা এলএলবি (৬.৩)
ষষ্ঠ- বঁধুয়া (৫.৬)
সপ্তম- জল থই থই ভালোবাসা (৪.৯)
অষ্টম- তুমি আশেপাশে থাকলে (৪.৮)
নবম- অনুরাগের ছোঁয়া/ লাভ বিয়ে আজকাল ও রোশনাই/ আলোর কোলে (৪.৭)
দশম- কার কাছে কই মনের কথা (৪.৫)