বাংলা হান্ট ডেস্কঃ দেড় বছরের অপেক্ষা শেষে ফের ছোটপর্দায় ফিরেছেন ‘উচ্ছেবাবু’ আদৃত রায়। জি বাংলার ‘মিত্তির বাড়ি’র হাত ধরে কামব্যাক করেছেন তিনি। চলতি সপ্তাহে তাই অনেকেই টিআরপি (TRP) তালিকা দেখার জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে প্রকাশ্যে এল সেই বহু প্রতীক্ষিত লিস্ট।
‘ফুলকি’কে সরিয়ে টিআরপি (TRP) তালিকার শীর্ষে কে?
প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় সেই অর্থে কামাল দেখাতে পারেনি আদৃতের নতুন সিরিয়াল (Bengali Serial)। ঝুলিতে মাত্র ৫.৬ রেটিং। নবম স্থানে রয়েছে ‘মিত্তির বাড়ি’র নাম। সেই সঙ্গেই বেঙ্গল টপারের সিংহাসন খুইয়েছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’। পয়লা নম্বর থেকে সোজা চার নম্বরে নেমে গিয়েছে এই সিরিয়াল।
আরও পড়ুনঃ ‘শুধু আপনি..,’ দু’বছর পার, নিয়োগ দুর্নীতি মামলায় এবার জোর ধাক্কা পার্থর
এই সপ্তাহে ৬.৯ রেটিং সহযোগে ‘জগদ্ধাত্রী’ এবং ‘উড়ানে’র সঙ্গে যৌথভাবে চতুর্থ হয়েছে ‘ফুলকি’ (Phulki)। অন্যদিকে বেঙ্গল টপারের শিরোপা দখল করে নিয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘কথা’। টানটান উত্তেজনার ট্র্যাক দেখিয়ে বঙ্গ সেরা হয়েছে কথা এভির মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত পয়েন্ট ৭.২। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘গীতা এলএলবি’/ ‘পরিণীতা’র নাম।
চলতি সপ্তাহের সেরা ১০ বাংলা ধারাবাহিক (TRP)
প্রথম- কথা (৭.২)
দ্বিতীয়- কোন গোপনে মন ভেসেছে (৭.১)
তৃতীয়- গীতা এলএলবি/ পরিণীতা (৭.০)
চতুর্থ- জগদ্ধাত্রী/ ফুলকি/ উড়ান (৬.৯)
পঞ্চম- রাঙামতী তীরন্দাজ (৬.৬)
ষষ্ঠ- আনন্দী (৬.৪)
সপ্তম- রোশনাই/ তেঁতুলপাতা (৬.২)
অষ্টম- শুভ বিবাহ (৬.০)
নবম- মিত্তির বাড়ি (৫.৬)
দশম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (১৫ মিনিট) (৫.৫)
এই সপ্তাহের টিআরপি তালিকায় আলাদা করে নজর কেড়ে নিয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)। একসময়কার বেঙ্গল টপার ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) জায়গায় শুরু হয়েছে এই ধারাবাহিক। ফলে শুরুতে বেশ কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল এই মেগাকে। তবে ধীরে ধীরে দেখা যাচ্ছে, দর্শকমনে স্থান করে নিচ্ছে এই ধারাবাহিক।
অন্যদিকে নতুন স্লটে সেভাবে কামাল দেখাতে পারছে না সৃজন-পর্ণার ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহে মাত্র ৪.৯ রেটিং (TRP) পেয়েছে এই সিরিয়াল। শীঘ্রই সিরিয়ালের গল্প ২০ বছর লিপ নেবে। ধারাবাহিকে এন্ট্রি নেবেন রাজদীপ গোস্বামী, সোমু সরকার। কাহিনীতে নতুন টুইস্ট আসার পর রেটিংয়ে উন্নতি হয় কিনা সেটাই দেখার।