টার্গেট সূর্য! আগামী বছরেই ইসরো নিতে চলেছে বড়সড় পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই চন্দ্রাভিযান শুরু করে দিয়েছে ভারত এমনকি চন্দ্রযান টু এর উপরও করেছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তবে চাঁদের পর এ বার লক্ষ্য সূর্য তাই তো সূর্য অভিযানের জন্য বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় স্পেস সেন্টার। সম্প্রতি ইসরোর তরফে আগামী বছর অর্থাত্ 2020 সালে তাঁদের কিশোরের পরিকল্পনা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে আর তাতেই রয়েছে সূর্য মিশনের কথা।

তবে শুধুমাত্র সূর্য মিশন নয় স্যাটেলাইট ও মহাকাশ যাত্রার জন্য পরীক্ষামূলক ফ্লাইট এসব কিন্তু রয়েছে সেই তালিকায়। পাশাপাশি আগামী বছর গগন যান মিশনের প্রথম পরীক্ষামূলক উতক্ষেপণের কথাও জানিয়েছে ইসরো। অন্যদিকে অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট জি স্যাট ওয়ান, জি স্যাট 12R, রিস্যার্ট টু বি আর 2 এবং মাইক্রো স্যাট নামে কিছু উপগ্রহ লঞ্চ করার কথাও জানানো হয়েছে।Lagrange mission pillars

তবে ভারতের এই সোলার মিশন বা সূর্যের অভিযান সম্পর্কে বলতে গিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের মণ্ডলের পরিবেশ ও আবহাওয়ার সম্পর্কে জানা হবে এই মিশনের সাহায্যে। এমনিতেই ইসরোর তরফে এই সূর্য বিচার নিয়ে জোর কদমে কাজ শুরু হয়েছে। তবে চন্দ্রাভিযান এতটাও সোজা নয় তাই তো পৃথিবী থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে একটি লাগার জিয়ান পয়েন্ট এর আশে পাশে এই মহাকাশ যান ঘোরাফেরা করবে বলেই সূত্রের খবর।

সম্পর্কিত খবর