বাংলাহান্ট ডেস্ক : বাংলা হান্টই প্রথম জানিয়েছিল, বুধবার দুপুর দুটো নাগাদ দিঘায় জগন্নাথ মন্দির দর্শনে যাবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই খবরেই পড়ল শিলমোহর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচিত হওয়ার কিছু সময় পর সেখানে পৌঁছান দিলীপ ঘোষ। পাশে নববিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার। তাঁদের সাদরে আমন্ত্রণ জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। নবদম্পতির পাশে বসে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকেও। এরপরেই কার্যত ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। দিলীপের (Dilip Ghosh) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি থেকে সৌমিত্র খাঁ, শুভেন্দু অধিকারীরা।
দিঘা জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের (Dilip Ghosh)
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মঙ্গলবার জানিয়েছিলেন, আমন্ত্রণ রক্ষা করে জগন্নাথ মন্দির উদ্বোধনে আসতে পারেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলা হান্টও জানিয়েছিল, এদিন দুপুরেই মন্দিরে পৌঁছাবেন তিনি। সস্ত্রীক দিলীপ ঘোষ যখন এসে পৌঁছান, তার আগেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতার আসার খবর পেয়েই আবার ফিরে আসেন তিনি। তারপরের দৃশ্যটা কার্যত ভাইরাল সর্বত্র। পাশাপাশি বসেছেন দিলীপ-রিঙ্কু। আর বিজেপি নেতার পাশেই সোফায় বসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি ভাইরাল হতেই চাপা অসন্তোষ ছড়িয়ে পড়ে পদ্ম শিবিরে। এর মধ্যেই প্রকাশ্যে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
দিলীপকে তোপ তরুণজ্যোতির: একটি লম্বা পোস্টে মনের ক্ষোভ, বিরক্তি উগরে দিয়েছেন তরুণজ্যোতি। তাঁর কথায়, ‘প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একাধিক কর্মকাণ্ডকে সমর্থন করলেও আজকের কাজকে করা যায় না। সরকার আমার আপনার করের টাকায় কালচারাল সেন্টার বানিয়েছে। সেটা দেখতে যাওয়ার মধ্যে আপত্তির কিছু ছিল না। কিন্তু যাঁর পাশে বসে গল্প করছেন সেটা নিয়ে আপত্তি আছে দিলীপ দা।’ তিনি আরো লিখেছেন, ‘আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমার মতো সাধারণ কর্মীদের কোনোদিন মাথাব্যথা ছিল না। আপনি দলের জন্য অনেক কিছু করেছেন, তেমনি দলও আপনাকে অনেক কিছু দিয়েছে। ভবিষ্যতে যদি আপনি মমতার সহযোদ্ধা হিসেবে তাঁর পাশে দাঁড়ান তাহলেও আর অবাক হব না আজকের পর’। সেইসঙ্গে স্পষ্ট বলে দিয়েছেন, আজকের পর থেকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আর নেতা হিসেবে মানতে পারবেন না তিনি।
আরো পড়ুন : গরমের ছুটির মাঝেও চলবে ক্লাস! বিজ্ঞপ্তি জারি করে বড় ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
ব্যঙ্গের সুর সৌমিত্রর কথায়: তীব্র কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সরাসরি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা করে তিনি লিখেছেন, ‘একজন “ত্যাগী” থেকে কিভাবে “ভোগী” হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন “আদর্শবান পুরুষ” হওয়া যায় তা চিন্তার বিষয়! বাংলার বিজেপি র লজ্জা আপনি।’
আরো পড়ুন : আশঙ্কাই হল সত্যি! দুপুরে রায়দান হলেও বিকেলে আটকে গেল চিন্ময় কৃষ্ণের জামিন
মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে সরাসরি নয়, নাম না করেই তাঁর বক্তব্য, ‘হিন্দুত্ব নিয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি বলব। বিরোধী দলনেতা হিসেবে সরকারের ব্যর্থতা, ত্রুটি নিয়ে বলব। দলের স্ট্যান্ড ঘোষিত হলে তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি, তিনি কী করবেন, কী বলবেন কী বলবেন না সেসব উত্তর আমি দেব না’। প্রসঙ্গত, রাজনৈতিক মহলে এখন কান পাতলে জোরালো হয়ে উঠছে দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের জল্পনা। যখন একই দিনে কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে বিরোধী দলনেতা সভা করছেন, সেখানে উপস্থিত না থেকে জগন্নাথ মন্দির উদ্বোধনে আসাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই বিচার করছে ওয়াকিবহাল মহল।