বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। লাগাতার আন্দোলনের মুখে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডাক্তার সন্দীপ ঘোষ। তিনি জানিয়েছেন, স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ‘কীর্তি’ ফাঁস করলেন তরুণজ্যোতি (Tarunjyoti Tewari)!
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেন বিজেপি নেতা। সেখানে তাঁকে আরজি করের (RG Kar Hospital) সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে নিয়ে বলতে শোনা যায়। সন্দীপ মুখ্যমন্ত্রীর ‘বিশেষ আশীর্বাদধন্য’ বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গেই তাঁর জমানায় হাসপাতালের ভেতরে হওয়া নানান ‘দুর্নীতি কাণ্ডে’র কথা সর্বসমক্ষে তুলে ধরেন তরুণজ্যোতি।
বিজেপি নেতা জানান, হাসপাতালে এমন অনেক মরদেহ আসে যেগুলো কেউ ক্লেম করে না। এই ধরণের শব পরবর্তীতে মেডিক্যাল কাজে ব্যবহার করা হয়। তবে ২০২২ সালের ডিসেম্বর মাসে আরজি করে অদ্ভুত একটি জিনিস ঘটেছিল বলে দাবি করেন তিনি। ৩০ ডিসেম্বর হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান সন্দীপকে একটি চিঠি করে জানান, ইএনটি ওয়ার্কশপের জন্য তাঁর কিছু মরদেহ লাগবে। মৃতদের পরিবারের অনুমতি ছাড়াই বডিগুলো পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে কাটাছেঁড়ার দাগগুলো অবধি ছিল।
আরও পড়ুনঃ ‘রাজ্য সরকারের কাছে অনুরোধ…’! আরজি কর কাণ্ডে সরব প্রিয়াঙ্কা, কী বললেন কংগ্রেস নেত্রী?
এরপর ফরেন্সিক বিভাগে যিনি ছিলেন তিনি এই বিষয়টি ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেটরকে জানান। হাসপাতালের অন্দরে মৃতদেহের এভাবে অপব্যবহারের কথা জানানো সত্ত্বেও এই বিষয়ে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তরুণজ্যোতির (Tarunjyoti Tewari)। এরপর আরজি করের বিরুদ্ধে ওঠা ‘বায়ো মেডিক্যাল ওয়েস্ট’ বিক্রির অভিযোগ নিয়েও মুখ খোলেন তিনি। কোটি কোটি টাকায় সেই চিকিৎসা বর্জ্য বাংলাদেশে পাচার করার অভিযোগ উঠেছিল সন্দিপ-জমানায়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ওঠে টেন্ডার দুর্নীতি সহ আরও একাধিক তথ্য তুলে ধরেন তরুণজ্যোতি।
উল্লেখ্য, সন্দীপ (Sandip Ghosh) জমানায় একাধিকবার আরজি করের নাম নানান বিতর্কে জড়িয়েছে। গত মার্চ মাসেই যেমন একাধিক দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে রিপোর্ট তলব করে আদালত। টেন্ডারে অনিয়ম সহ একগুচ্ছ অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। টালা থানায় দায়ের হয় অভিযোগ। এরপর আগে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিও এই নিয়ে অভিযোগ করেছিলেন।
ভিডিওর শেষে তরুণজ্যোতি (Tarunjyoti Tewari) বলেন, আরজি কর কাণ্ডে পুলিশের হাতে একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হলেও সেই ব্যক্তি একা এই কাজটি করেছেন কিনা সেই বিষয়ে তিনি সন্দিহান। এর সঙ্গে আরজি করের দুর্নীতির কোনও সম্পর্ক নেই তো? প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তাঁর দাবি, এই কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে যাওয়া উচিত। তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ ঘটনার সঙ্গে আরজি করের দুর্নীতির তদন্তও করা উচিত বলে দাবি করেন তিনি।