বাংলা হান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে কাজরী বন্দ্যেপাধ্যায় (Kajri Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Sister in Law of Mamata Banerjee) ভাতৃবধুকে নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় সংস্থার র্যাডারেও এসেছেন বেশ কয়েক বার। আরও একবার তাঁকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন তরুণ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)।
এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি একটি ছবি শেয়ার করেন। সেই ছবির সঙ্গে তিনি লেখেন, ‘কাজরী বন্দ্যোপাধ্যায় এবং তার বিজনেস পার্টনার দেড় কোটি টাকার সম্পত্তি ৫০ লাখে কিনলো কি করে? টালির ঘরে থাকা লোকজনের এই ৫০ লক্ষ টাকা আসলো কি করে?’
মনোজিৎ নামটি হঠাৎই আবার চলে এল সংবাদমাধ্যমের সামনে। এই মনোজিৎ-র পুরো নাম মনোজিৎ গ্রেওয়াল। কানাঘুষো শোনা যায়, তাঁর সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধুর যৌথ সম্পত্তি রয়েছে। এরপরই চূড়ান্ত শোরগোল শুরু হয়ে রাজ্য জুড়ে।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0eD4Wq6RLxtkLdY414UjaGF9vKTym9oRBJYZSrLhDeWVTnvvaXGuUUgpwAc2TTfN7l&id=100052069800604&mibextid=qC1gEa
এই প্রসঙ্গে কয়েক মাস আগে মনোজিৎ বলেন, ‘আপনারা ১০ কাটা জায়গা দেখিয়েছেন। কিন্তু, সেটা যে আদপে চার-সাড়ে কাটা জায়গা সেটা আমি ইডি-র দফতরে দেখিয়ে দিয়েছি। আমাকে বলেছে দরকার পড়লে আবার ফোন করে জানাবে। আমার এক তৃণমূল নেত্রীর সঙ্গে যৌথ সম্পত্তি আছে। আমার কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ সম্পত্তি আছে। আমি সেটা স্বীকার করছি। এর পর রাজ্য-রাজনীতিতে আলোড়ন পড়বে কি না সেটা আমি বলতে পারব না।’
চলতি বছরের গোড়ার দিকে বালিগঞ্জ থেকে কোটি টাকা উদ্ধার হয়। এই ঘটনায় শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। এই মামলায় দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয় মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টা ভাইকে। সূত্রের খবর, শেয়ার প্রতারণা থেকে শুরু করে আয়কর না জমা দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি কয়লা পাচারের টাকাও এই কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
দিল্লিতে তাঁকে প্রায় আট ঘণ্টার বেশি সময় ধরে জেরা করেন তদন্তকারীরা। মাঝে দুপুরে খাওয়ার জন্য ২০ মিনিটের জন্য ছাড় দেওয়া হয়। সূত্রের খবর, বালিগঞ্জ থেকে যে ১ কোটি চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সে বিষয়ে নানা তথ্য জানতে চাওয়া হয়। এবার তাঁর মুখে একেবারে মমতার পরিবারের সদস্যের নাম শোনা যাওয়ায় তা নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানউতর।