বাংলা হান্ট ডেস্কঃ নিজের অকপট বয়ানের কারণে সর্বদা শিরোনামে থাকা বাংলাদেশি (Bangladesh) লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন। একটি ট্যুইট করে তসলিমা নাসরিন লেখেন, ‘মময়া, মুসলিম ভোটাররা আপনার সম্পত্তি না। ওঁরা আমার সম্পত্তি।” পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের আগে তসলিমা নাসরিন এরকম বিস্ফোরক ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে।
রাজ্যে বিজেপি আর তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে জয়ের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। তাঁরা একে অপরকে নানান ইস্যুতে দোষারোপ করেই চলেছে। আরেকদিকে, ক্রমশ্য ভেঙে পড়ছে শাসক দল তৃণমূল। রাজ্যের তাবড় তাবড় নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা নিজের দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা আরও বাড়িয়ে তুলছেন।
'Hey Mamata! Muslim voters are not your jagir, they are MY jagir. I am doing religious politics in a secular country to destroy secularism. But whenever I am in deep doo-doo, I will grab the constitution to save my ass.'
— taslima nasreen (@taslimanasreen) December 16, 2020
তসলিমা নাসরিন ট্যুইট করে লেখেন, ‘মমতা! মুসলিম ভোটাররা আপনার সম্পত্তি না, ওঁরা আমার সম্পত্তি। আমি ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করার জন্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধার্মিক রাজনীতি করছি। কিন্তু আমি যখনই ঘোর সমস্যায় পড়ি, তখন নিজেকে বাঁচাতে সংবিধানের সাহাজ্য নিই।”