বাংলা হান্ট ডেস্ক : ফের বিতর্ক ছড়ায় তসলিমার ট্যুইট। ট্যুইট করে তিনি লিখলেন, ‘৩৭০ ধারা গেল। শরিয়তি বা ইসলামিক আইনও এবার যাওয়া উচিত। ৩৭০ ধারা যেভাবে অবলুপ্ত করা হয়েছে। তার চেয়েও কঠোরভাবে নারী-বিরোধী শরিয়তি আইন মুছে দিয়ে সার্বিকভাবে শুধু ইন্ডিয়ান পিনাল কোড বজায় থাকুক।’
তসলিমার এই ট্যুইটের পরই বিতর্ক ছড়ায় নেটদুনিয়ায়। শুধু তাই নয়, এদিন কাশ্মীর ইস্যুতে চিনকেও প্রবলভাবে আক্রমণ করে তিনি লিখেছেন, ‘চিন ভারতের কাশ্মীরে গণতন্ত্র চায়। কিন্তু চিনে চায়না। এক হাজার মানুষের কাশ্মীরি মানুষের জন্য চিনের সহমর্মিতা আছে। কিন্তু হংকং-য়ের এক লক্ষ মানুষের জন্যে সহমর্মিতা নেই।’
এছাড়া চিনকে হিপোক্রিট প্রতিবেশী দাবি করে তিনি বলেন, তারা কোনো গুরুত্ব দেয়না হংকংয়ের আন্দোলন নিয়ে।তবে বলা যায় তসলিমার শরিয়তি আইন নিয়ে বক্তব্য ফের নতুন করে বিতর্ক তৈরি করল।