“হিন্দুধর্ম অনন্তকাল, অনেক আক্রমণ সহ্য করেছে হিন্দু” বাংলাদেশ থেকে বিতাড়িত তাসলিমার ধর্মচিন্তা

বাংলা হান্ট ডেস্কঃ তাসলিমা নাসরিন সবসময় বিতর্কে কেন্দ্রবিন্দুতে থাকেন। বাংলাদেশ তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করেছে। পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতে থেকে ধর্ম এবং বাস্তব সত্য সবকিছুকে উপলব্ধির চরম সীমানায় নিজের লেখনীর মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন।

ধর্ম নিয়ে ফের বৃহস্পতিবার রাতের দিকে এই নিয়ে ট্যুইট করেন তসলিমা। তিনি লেখেন, “হিন্দু ধর্মের যাত্রা শুরু হয়েছিল পাঁচ হাজার বছর আগে। অনেক আক্রমণ হয়েছে হিন্দু ধর্মের উপরে। সব সহ্য করেই টিকে রয়েছে এই ধর্ম।” অন্য সকল ধরমের অবলুপ্তি ঘটলেও হিন্দু ধর্ম কখনও ধ্বংস হবে না বলে স্থির বিশ্বাসী লেখিকা তসলিমা। তাঁর মতে, “আমি মনে করি যে অন্য সকল ধর্ম একদিন শেষ হয়ে যাবে। কিন্তু, হিন্দু ধর্ম অনন্তকাল ধরে অক্ষত থাকবে। এর আগেও তিনি হিন্দু ধর্মের হয়ে বেশ কিছু কথা বলেছেন তিনি কলম ধরেছেন এই সমস্ত গোড়া মৌলবীদের বিরুদ্ধে।

তিনি কলম ধরেছেন সমাজের সমস্ত নির্দিষ্টকৃত ধর্ষকদের বিরুদ্ধে। তিনি কখনো চুপ থাকতে শেখেননেই। তাঁর উপন্যাসগুলি এবং বইগুলিও তারে দলিল।IMG 20191228 WA0275

এবার আবারও সোশ্যাল মিডিয়া টুইটারে বিতর্কিত পোষ্ট করলেন তসলিমা। তার দাবি হিন্দু ধর্ম কখনও ধ্বংস হবে না।

শুধু তাই নয়, অন্য সকল ধর্ম শেষ হয়ে গেলেও হিন্দু ধর্ম অনন্তকাল থেকে যাবে বলে মনে করেন তসলিমা।ইসলমা ধর্ম নিয়ে বেশী বিতর্কিত কথা বলেছেন তসলিমা। যদিও নিজেকে সবসময়য় নাস্তিক বলেই দাবি করে এসেছেন তিনি।

IMG 20191228 WA0274

সেই বিষয়টি নিয়েও বিভিন্ন সময়ে সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সাফ জানিয়ে দিয়েছিলেন, “আমি নাস্তিক এবং সকল ধর্মের বিরোধী।”


Udayan Biswas

সম্পর্কিত খবর