অমিত সরকারঃনবনীতা দেব সেন বাংলা সাহিত্যে এমন এক ব্যক্তিত্ব যাকে ঘিরে তারকাখচিত সমাবেশ ঘটেছে। তার মৃত্যুর পর জীবনের চড়াই-উৎরাই ব্যক্তিগত জীবনের সংগ্রাম, নারী মুক্তির আন্দোলন, যেন এক অন্য মাত্রা দিয়েছে। আর তাকে ঘিরে এবার তাসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানালেন-
“নবনীতা দেবসেনের মৃত্যুর খবর শুনে বড় বিষন্ন লাগলো। তাঁর সংগে আমার সখ্য ছিল না খুব। তবে মাঝে মধ্যে দেখা হয়েছে। একবার তাঁর বাড়ি আমি গিয়েছি, একবার তিনি এসেছেন আমার বাড়ি। ওই একবারই। অম্ল মধুর একটা সম্পর্ক ছিল আমাদের মধ্যে। নবনীতা দেবসেনের সংগে সবচেয়ে চমতকার যে সময়টি কাটিয়েছি আমি, সেটি কোনও জলে নয়, স্থলে নয়, সেটি অন্তরীক্ষে। দিল্লিতে নারীবাদী এক অনুষ্ঠান শেষ করে দুজনে একসংগে ফিরেছিলাম কলকাতায়।
দিল্লি থেকে কলকাতা যাওয়ার পথে উড়োজাহাজে পাশাপাশি বসেছিলাম। নবনীতা দেবসেন তাঁর জীবনের অনেক গল্পই সেদিন আমাকে বলেছেন। গল্পের উপস্থাপনায়, বর্ণনায় এত সূক্ষ্ম কারুকাজ, এত প্রচণ্ড রসবোধ — অসাধারণ প্রতিভা থাকলেই সম্ভব। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি। প্রাণ খুলে হেসেছি।
আমরা এক এক করে সবাই পৃথিবী ছাড়বো। এমন নয় যে তিনি একাই চলে গেছেন। নবনীতা দেবসেন জীবনে স্নেহ শ্রদ্ধা ভালোবাসা প্রচুর পেয়েছেন। নিজের মতো করে জীবন তিনি যাপন করেছেন। মৃত্যুর সময় পাশে প্রিয় প্রিয় মানুষদের পেয়েছেন। সার্থক জনম তাঁর।
আমারই শুধু একটু আক্ষেপ রয়ে গেল। এমন প্রচন্ড রসবোধ যাঁর, তাঁর সংগে আমার সখ্য হয়নি। কলকাতায় সাড়ে তিন বছর বাস করেছি। কত কত মানুষের সংগে বন্ধুত্ব হয়েছে। তাঁর সংগে হলে সমৃদ্ধ হতে পারতাম আরও। আমাকে আরও একটু জানলে, আরও একটু বুঝলে তিনি হয়তো আরও একটু ভালোবাসতে পারতেন আমাকে, আরও একটু কাছে আসতেন আমার।যা হয়নি, তা হয়নি। একটু আক্ষেপ না হয় থেকেই যাক।”