শেষমেষ সুস্মিতাও বিক্রি হয়ে গেলেন টাকার কাছে? হতাশা প্রকাশ করলেন তসলিমা নাসরিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েক বছর আগের কথা। প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে হঠাৎই দেখা বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। অভিনেত্রীর সৌন্দর্য, ব‍্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন লেখিকা। সেই রেশ ছিল এই দুদিন আগে পর্যন্তও। কিন্তু হঠাৎ করেই সবটা কেমন যেন ঘেঁটে গেল।

সোশ‍্যাল মিডিয়া খুললেই এখন সুস্মিতা সেন ললিত মোদী বিতর্ক। অভিনেত্রীকে নিজের ‘বেটার হাফ’ বলে দাবি করে সম্পর্কের ঘোষণা করেছেন প্রাক্তন আইপিএল কর্তা। খুব শীঘ্রই নাকি বিয়েও সারবেন। অন‍্যদিকে সুস্মিতার বক্তব‍্য, কোনো বিয়ে, বাগদান কিছুই হয়নি। যথেষ্ট কৈফিয়ত দিয়ে দিয়েছেন। আর নয়!


কিন্তু সুস্মিতা এড়াতে চাইলেই যে নেটিজেনরা শুনবেন তা তো নয়। আর শুধু আমজনতা নয়, সেলিব্রিটিরাও সুস্মিতার অন্দরমহলের খবর জানতে উৎসুক। অনেকেই যেন চেনা সুস্মিতার সঙ্গে ব‍্যাপারটা মেলাতে পারছেন না। খটকা লাগছে তসলিমারও।

সুস্মিতার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি শেয়ার করে লেখিকা জানিয়েছেন, কলকাতা বিমান বন্দরে তাঁকে দেখেই জড়িয়ে ধরেছিলেন অভিনেত্রী। তাঁর থেকেও লম্বা সুস্মিতার পাশে নিজেকে একটু বেঁটেই লেগেছিল তসলিমার। কিন্তু অভিনেত্রীর ব‍্যক্তিত্ব মুগ্ধ করেছিল তাঁকে।


কম বয়সে অবিবাহিত সুস্মিতা দুই মেয়েকে দত্তক নিয়েছেন। তাঁর সততা, স্বনির্ভরতা, সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছিলেন তসলিমাও। কিন্তু সাম্প্রতিক খবরগুলো দেখে তাঁর মনেও দোলাচল‌। লেখিকার প্রশ্ন, ‘নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে   সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন।  লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি  টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?’

তারপরেই আবার তসলিমার বক্তব‍্য, ‘হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু  বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন।  টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে,  আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।’

সম্পর্কিত খবর

X