বাংলাহান্ট ডেস্ক : গাজায় ইজরায়েলি সেনার বোমাবর্ষণ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন বাংলাদেশের (Bangladesh) একাধিক ছাত্র সংগঠন ও মৌলবাদী সংগঠনের নেতা-সমর্থকরা। গণহত্যার প্রতিবাদে গত ৭ এপ্রিল বাংলাদেশ জুড়ে দেওয়া হয় হরতালের ডাকও। তবে আন্দোলনের নামে দেশজুড়ে নৈরাজ্যের নয়া নজির স্থাপন করলেন আন্দোলনকারীরা। অবাধ লুটপাট চলল সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়।
বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক তসলিমা
ইহুদি সংস্থা হওয়ার ‘অভিযোগে’ ভাঙচুর চালানো হয় কেএফসি, বাটা-র মতো একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমেও। গতকাল আন্দোলনের নামে যে নৈরাজ্য চলেছে গোটা বাংলাদেশ (Bangladesh) জুড়ে, তার কিছু নমুনা বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনের নামে বাটা সংস্থার শোরুম থেকে জুতো চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে একদল আন্দোলনকারী।
আরও পড়ুন : ‘তুমি পার্টি বিক্রি করতে চেয়েছিলে’! দলেরই সাংসদকে আক্রমণ কল্যাণের? বিস্ফোরক স্ক্রিনশট সামনে আনলেন তরুণজ্যোতি
আবার অন্য একটি ভিডিওতে দেখা গেছে, কিছু মৌলবাদী কেএফসির সামনে নির্বিচারে একের পর এক কোল্ডড্রিঙ্কসের বোতল আছাড় মেরে ফাটিয়ে দিচ্ছেন। গাজায় (Gaza) ইজরায়েলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিকেল নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে সিলেট। বিকেলে মিরবক্সটুলা এলাকায় কেএফসি শোরুম ভাঙচুরের অভিযোগ ওঠে একদল আন্দোলনকারীর বিরুদ্ধে। এরপর বাটা, ইউনিমার্ট, আলপাইন রেস্তোরাঁসহ প্রায় ১০টি প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন : মমতার মন্ত্রীসভার বিরুদ্ধে কোনো CBI তদন্ত হবে না, হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
সরকারি সূত্রে খবর, গতকাল বাংলাদেশের (Bangladesh) ১৬টি রেস্তোরাঁ ও বিক্রয় কেন্দ্রে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমে। দেশের একাধিক জায়গায় লুটপাটের ঘটনায় সারাদিন পুলিশের ভূমিকা ছিল এক কথায় নিষ্ক্রিয়। সারাদিন পর গতকালের ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Mohammad Yunus)।
ইউনূসের ফেসবুক পেজে লেখা হয়, ‘সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী বলে দাবি করেন তিনি।’
এদিকে, গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। একটি বাটার শোরুমে লুটপাটের ঘটনার ছবি শেয়ার করে লেখিকা বলেন, ‘এরা রাস্তায় নেমেছে নীতির প্রশ্নে। গাজার ওপর হামলা করা অনৈতিক, কিন্তু নিজেরাই অনৈতিক কাজ করছে। বাটা ইজরায়েলি পণ্য নয়। বাটাকে ইজরায়েলি পণ্য ভেবে বয়কটও করল না। বরং বাটার সব জুতো চুরি করে পালালো। এই চোরগুলোই বাংগুদেশের খাঁটি মুসলমান।’