বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাত করা নিয়ে ছবি নেই কেন? কাশ্মীর ফাইলস প্রসঙ্গে প্রশ্ন তসলিমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এক সপ্তাহ পরে ছবির যা ব্যবসা এবং প্রতিক্রিয়া তা দেখার পর একথা নিয়ে আর কোনো দ্বিমত থাকে না। স্বল্প বাজেট এবং নূন্যতম প্রচার সম্বল করে মুক্তি পেয়েছিল এই ছবি। তারপর অবিশ্বাস্য ভাবে বেড়েছে বক্স অফিস কালেকশন।

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছেন। বলিউডের বেশিরভাগ তারকাই মুখে কুলুপ আঁটলেও সকলকে অবাক করে ১০০ কোটির মাইলফলক পার করে ফেলেছে এই ছবি। এবার প্রতিক্রিয়া এল দেশের বাইরে। কাশ্মীর ফাইলস নিয়ে মুখ খুললেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।


টুইটে তিনি লেখেন, ‘দ্য কাশ্মীর ফাইলস দেখলাম আজ। যদি কাহিনিটা ১০০ শতাংশ সত্যি হয়, বাড়িয়ে বলা না, কোনো অর্ধসত্য না থাকে তাহলে সত্যিই এটা খুব দুঃখজনক ঘটনা। কাশ্মীরি পণ্ডিতদের তাঁদের জন্মস্থানে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আমি বুঝতে পারছি না বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত করা নিয়ে কোনো ছবি নেই কেন?’

তসলিমার টুইটটি বেশ ভাইরাল হয়েছে। অনেকে অনেক রকম মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, বাংলাদেশ ফাইলস করা দরকার। ১৯৭১ এর গণহত্যা নিয়ে। একজন নিজেকে কাশ্মীরি হিন্দু বলে দাবি করে জানিয়েছেন ছবির গল্প সম্পূর্ণ সত্যি।

প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস নিয়ে একদিকে যেমন প্রশংসার ঝড় উঠেছে, তেমনি অন্যদিকে সমালোচনাও চলছে দেদারে। অনেকের দাবি, বিজেপি যেভাবে ছবিটি নিয়ে মাতামাতি করছে তাতে মনে হচ্ছে সবটাই উদ্দেশ্য প্রণোদিত হিন্দুত্ব বাদী প্রচার। ইতিমধ্যেই চারটি বিজেপি শাসিত রাজ্যে ছবির টিকিট করমুক্ত করা হয়েছে।

প্রথমে হরিয়ানা সরকারের তরফে করমুক্তির কথা ঘোষনা করা হয়। অর্থাৎ প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে গেলে টিকিটের সঙ্গে অতিরিক্ত কর লাগু হবে না। এরপরেই রবিবার পরপর গুজরাট সরকার এবং মধ‍্য প্রদেশ সরকারের তরফে সোশ‍্যাল মিডিয়ায় ঘোষনা করা হয় টিকিটে করমুক্তির কথা।

এমনকি মধ‍্যপ্রদেশ সরকারের তরফে ঘোষনা করা হয়েছে, এই ছবিটি দেখতে যাওয়ার জন্য পুলিস কর্মীদের ছুটি মকুব করা হবে। সরকারি কর্মচারীদেরও ছবি দেখার জন্য ছুটি দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবি আরো বানানো উচিত।

সম্পর্কিত খবর

X