মুসলিমকে নিকাহ করায় রাখিকে পর্যন্ত ধর্ম বদলাতে হল! ইসলামের সমালোচনায় মুখর তসলিমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই নিয়ে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। এবার প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে নিকাহ সেরেছেন তিনি। গত বছরেই চুপিচুপি নিকাহ সেরে রেখেছিলেন দুজনে। কিন্তু এতদিন ঘুণাক্ষরেও তা জানতে দেননি কাউকে। মায়ের অসুস্থতার সময়েই হঠাৎ করে বিয়ের খবর জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন রাখি। তবে সবথেকে বেশি বিতর্ক হচ্ছে তাঁর নাম বদলের গুঞ্জন নিয়ে, যাতে মতপ্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিনও (Taslima Nasrin)।

বিনোদন জগতের হাল হকিকতেরও খোঁজ খবর রাখেন তসলিমা। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বিনোদুনিয়া নিয়েও তিনি যথেষ্ট ওয়াকিবহাল। তাই চর্চায় থাকা বিষয়গুলি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করতে কখনোই পিছপা হন না লেখিকা। রাখির নাম তথা ধর্ম পরিবর্তনের গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন তিনি।

টুইটে তসলিমা লিখেছেন, ‘রাখি সাওয়ান্তকে পর্যন্ত ইসলাম গ্রহণ করতে হল, কারণ তিনি এমন একজনকে বিয়ে করেছেন যিনি মুসলিম। অন্য ধর্মের মতো ইসলামেরও এবার বিকশিত হওয়া দরকার এবং মুসলিম ও অমুসলিমদের মধ্যে বিয়ে গ্রহণ করা উচিত’।

এখানেই থামেননি তসলিমা। অপর একটি টুইটে আবারো স্বধর্মকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘ইসলামের বিকশিত হওয়া উচিত আর সমালোচনা, বাক স্বাধীনতা, পয়গম্বরের কার্টুন, নারীর সমানাধিকার, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, অমুসলিমদের অধিকার, মানবাধিকার, সভ্যতার মতো বিষয়গুলি গ্রহণ করা উচিত। নয়তো আধুনিক সমাজে এর কোনো জায়গা থাকবে না’।

প্রসঙ্গত,জানা গিয়েছে, গত বছরেই নাকি আদিলের সঙ্গে নিকাহ করে নিয়েছিলেন রাখি। এতদিন পর ভাইরাল হয়েছে তাঁদের ম‍্যারেজ সার্টিফিকেট। আর তা নিয়েই যত গণ্ডগোল। কারণ সেখানে রাখির নাম বদলে লেখা হয়েছে ফতিমা। আদিলের সঙ্গে নিকাহর পরেই কি ধর্ম বদলে ফেললেন রাখি? উঠতে শুরু করেছে প্রশ্ন।

রাখি জানান, মাত্র তিন মাসের পরিচয়েই আদিলকে বিয়ে করে নিয়েছিলেন তিনি। এদিকে আদিল বেমালুম অস্বীকার করে গিয়েছেন বিয়ের কথা। রাখির ভাই জানান, ছোট থেকেই অনেক দুঃখ কষ্ট সহ‍্য করেছেন তিনি। উপরন্তু রিতেশও ঠকিয়েছেন তাঁকে। তাই এবার ভাল ভাবেই বিয়ে করেছেন রাখি।

X