বাংলাহান্ট ডেস্ক: বিতর্কিত লেখার জন্য আগেই ছাড়তে হয় বাংলাদেশ। বাংলাদেশ ছেড়ে কলকাতায় আশ্রয় নিলেও তার একটি বই কে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠলে আশ্রয় নেন দিল্লিতে। বর্তমানে দিল্লিতে রয়েছেন তসলিমা।
আগামী ২৭শে জুলাই তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। এপার-ওপার দুই বাংলার লেখিকা পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে মাত্র তিন মাস তোর ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়।
তসলিমা নাসরিন প্রত্যেকবারই পাঁচ বছরের জন্য ভিসা বৃদ্ধির আবেদন জানিয়েছেন। পাঁচ বছর না হলেও অন্তত এক বছরের জন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এই প্রথমবার মাত্র তিন মাসের জন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হলো।
তসলিমা নাসরিন এর পর স্বরাষ্ট্র মন্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল কে উদ্দেশ্য করে তার ভিসার মেয়াদ পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার