ভারতের যে কোনও প্রান্তে যেতে পারবেন তসলিমা নাসরিন! অনুমতি দিয়ে দিল বিদেশ মন্ত্রক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবাদী লেখিকা তিনি। জ্বলন্ত ইস্যুতে নিজের মতামত রাখতে পিছপা হন না তসলিমা নাসরিন (Taslima Nasrin)। সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুরকে (Operation Sindoor) সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। নিজের মতামত ব্যক্ত করে কলম ধরেছিলেন তিনি। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর! ভারতের যে কোনও প্রান্তে যেতে পারবেন তসলিমা, অনুমতি দিয়ে দিল বিদেশ মন্ত্রক।

তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) নিয়ে বড় খবর!

গত মার্চ মাসে তসলিমা ইস্যুতে সংসদে সরব হয়েছিলেন বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তসলিমাকে নিরাপদভাবে কলকাতায় ফেরানোর দাবি জানিয়েছিলেন তিনি। এরপর কিছু সময় যেতে না যেতেই এই প্রতিবাদী লেখিকাকে ভারতের যে কোনও প্রান্তে যাওয়ার অনুমতি দিয়ে দিল বিদেশ মন্ত্রক।

ইতিমধ্যেই কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এই মর্মে শমীককে (Samik Bhattacharya) একটি চিঠি দিয়েছেন। সেখানে লেখা, ‘ডক্টর তসলিমা নাসরিনকে যথাযথ ক্যাটাগরি ও সময়কালের একটি ভারতীয় ভিসা দেওয়া হয়েছে। বর্তমান বিধির শর্ত মেনে তিনি ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন’।

আরও পড়ুনঃ ‘সেনসিটিভ ইস্যু, রোজ বৈঠক হচ্ছে’! কলকাতায় জারি হাই অ্যালার্ট? মুখ খুললেন পুলিশ কমিশনার

উল্লেখ্য, বাংলাদেশ থেকে নির্বাসিত এই প্রতিবাদী লেখিকাকে কলকাতায় ফেরানোর দাবিতে গত ১৭ মার্চ সংসদে সরব হয়েছিলেন শমীক। বলেছিলেন, ‘তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক’।

Taslima Nasrin is free to move anywhere in India

রাজ্যসভার (Rajya Sabha) জিরো আওয়ারে বিজেপি সাংসদ আরও বলেন, বাংলাদেশের বুকে সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করায় নিজের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তসলিমাকে। এরপর কলকাতায় এসে ওঠেন তিনি। কিন্তু পরবর্তীতে পরিস্থিতির চাপে পড়ে সেখান থেকেও ‘বিতাড়িত’ হন।

এবার শমীককে চিঠি দিয়ে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী জানালেন, ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তাহলে কি শীঘ্রই কলকাতায় ফিরবেন তিনি? সংসদে দাঁড়িয়ে লেখিকাকে কলকাতায় ফেরানো নিয়েই সরব হয়েছিলেন বিজেপি সাংসদ। এবার তসলিমাকে দেশের যে কোনও জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হতেই মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X