বাংলা ভাষাটার মৃত্যু হচ্ছে ধীরে ধীরে। বাঙালি সংস্কৃতিরও মৃত্যু হচ্ছে ধীরে ধীরে: বললেন তসলিমা নাসরিন

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বিতর্কিত লেখার জন্য নির্বাসিত বাংলাদেশ থেকে। এই একই কারনে তাঁকে ছাড়তে হয়েছে কোলকাতা। বর্তমানে দিল্লিবাসী তিনি। তসলিমাকে সবাই নারীবাদী লেখিকা হিসেবেই জানেন। নিজে মুসলিম হলেও থাকেননি পর্দার আড়ালে। নারীদের অগ্রাধিকার নিয়ে কথা বলেছেন, শুধু তাই নয়। তিনি কথা বলেছেন সমাজ নিয়ে, কথা বলেছেন ঐতিহ্য নিয়ে।

taslima nasrin 759

“শাড়ি শুধু ভারতের মহিলারা পরা বাদ দিচ্ছে তা নয়। বাংলাদেশের মহিলারাও শাড়ি পরা ধীরে ধীরে বন্ধ করছে। শাড়ি শুধু বিয়েবাড়ি আর কিছু পরবে অনুষ্ঠানে পরা হয়। তবে সব পরবেই নয়। ঈদের মতো বড় পরবেও বিভিন্ন বয়সের মহিলাদের পোশাক দেখছি রাজস্থানী লেহেঙ্গা চোলি আর ইরানি হিজাব। বিয়েতে কনেও নাকি আজকাল শাড়ি না পরে লেহেঙ্গা পরছে। যার যে পোশাক ভালো লাগে, তা-ই পরবে। কিন্তু লেহেঙ্গা পরা মেয়েদের বাঙালি মেয়ে একেবারেই মনে হয় না। বোরখা পরা মেয়েদেরও বাঙালি বলে মনে হয় না। বাঙালি মেয়েরাই কি নিজেদের বাঙালি বলে ভাবতে চায়?

বাংলা ভাষাটার মৃত্যু হচ্ছে ধীরে ধীরে। বাঙালি সংস্কৃতিরও মৃত্যু হচ্ছে ধীরে ধীরে। কত ভাষা আর সংস্কৃতি মরে গেছে। বাংলাও যাবে। এতে আর অবাক হই না। আপন জনের মৃত্যু দেখতে দেখতে মৃত্যু দেখাটা অভ্যেস হয়ে গেছে।”


সম্পর্কিত খবর