“বাংলাদেশের মুসলিমদের অত্যাচার করছে রোহিঙ্গা মুসলিমরা” বললেন তসলিমা নাসারিন

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বিতর্কিত লেখার জন্য নির্বাসিত বাংলাদেশ থেকে। এই একই কারনে তাঁকে ছাড়তে হয়েছে কোলকাতা। বর্তমানে দিল্লিবাসী তিনি। তসলিমাকে সবাই নারীবাদী লেখিকা হিসেবেই জানেন। নিজে মুসলিম হলেও থাকেননি পর্দার আড়ালে। সবসময় তিনি নারীদের অগ্রাধিকার নিয়ে কথা বলেছেন। কথা বলেছেন নিজের ধর্মের বিভিন্ন দিক নিয়ে।

tn 1484046319

“কাল অনেকদিন পর টিভি দেখলাম। ইয়েমেনে যুদ্ধ হচ্ছে, দক্ষিণের মুসলমান আর উত্তরের মুসলমানদের মধ্যে। তুরস্কের মুসলমান জানাচ্ছে সিরিয়ার মুসলমানদের তাড়িয়ে দেবে তুরস্ক থেকে। বাংলাদেশের মুসলমানদের অত্যাচার করছে রোহিঙ্গা মুসলমানরা। আফ্রিকা থেকে মুসলমানরা সমুদ্রপথে অবৈধভাবে স্পেনে ঢুকতে চাইছে।

বিদেশের পত্রিকায় বাংলাদেশি মাদ্রাসার শিক্ষক পুরুষেরা যে মাদ্রাসার বাচ্চা ছেলে মেয়েদের ধর্ষণ করছে- সেই খবর বের করেছে।

মুসলমানরা যুদ্ধ বিগ্রহ হামলা নির্যাতন ঘৃনা প্রতিশোধ, খুন ধর্ষণ অর্থাৎ ভায়োলেন্স নিয়েই আছে। বেচারাদের দেখে মায়াই হয়।

কেউ কেউ এখন বলবে প্রথম দ্বিতীয় মহাযুদ্ধ মুসলমানরা করেনি। কিন্তু যারা করেছে, তাদের দেশে এখন এত সুখ শান্তি এত মায়া মমতা, এত স্বাধীনতা এত মানবাধিকার , যে, মুসলমানরা হামলে পড়ে ঢোকার জন্য, সারা জীবন ছল চাতুরী করে হলেও বাস করার জন্য।

মুসলমানদের পূর্বপুরুষ যুদ্ধ শুরু করেছে সপ্তম শতাব্দীতে। এখনো এরা সুখ শান্তি আনেনি কোনও দেশে। ইউরোপ বিংশ শতাব্দীতে যুদ্ধ করে ধ্বংস হয়ে গিয়েছে। বিংশ শতাব্দীতে ই আবার বিশ্বের সেরা ভূখণ্ড হিসেবে দাঁড়িয়ে গেছে।

মুসলমানরা ভালো কিছু শেখেনা কেন?”


সম্পর্কিত খবর