হিন্দুরা দিন দিন… ‘কালী’ পোস্টার বিতর্কে তসলিমার মন্তব‍্যে ঝড় নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: ‘কালী’ (Kaali Controversy) তথ‍্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্ক দিনকে দিন আরো মাথাচাড়া দিয়ে উঠছে। কানাডাবাসী ভারতীয় পরিচালক লীনা মণিমেকালাই এর একটি তথ‍্যচিত্র ‘কালী’র পোস্টার নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এবার ইস‍্যুটা নিয়ে মুখ খুললেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

সোশ‍্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট শেয়ার করেছেন তিনি। তসলিমার কথায়, ‘হিন্দুদের যে জিনিসটা আমার ভালো লাগে তা হলো তাদের ভগবানকে যে যে রূপেই দেখুক, যে যেভাবেই কল্পনা করুক, এমনকী ভগবানকে যা খুশি তাই বলুক,  তাতে তাদের কিছু যায় আসে না। কারণ তাদের গল্পে ভগবানদের  নানা রকম কীর্তি কাহিনীর কথা লেখা, তারা,  মানুষের মতোই  কখনও ভালো কাজ করে, কখনও মন্দ কাজ করে। আদিকাল থেকে মানুষ এক ভগবানকে  মেনেছে, আরেক ভগবানকে মানেনি। অথবা সব ভগবানেরই সমালোচনা করেছে।’

712781 taslima nasreen 1
কিন্তু এখন পরিস্থিতির বদল হয়েছে অনেকটাই। বিভিন্ন প্রসঙ্গ তুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠছে। ‘আঘাতকারীর মুণ্ডু’ চাওয়ারও দাবি উঠছে বলে মন্তব‍্য করেছেন তসলিমা। তাঁর মতে, এগুলো ‘উগ্র মুসলিম’দের অআছ থেকে শিখেছে হিন্দুরা।

তসলিমা আরো লিখেছেন, ‘উত্তর প্রদেশে এক মুসলমান চিকেন বিক্রেতা কাগজের ঠোংগায় চিকেন দেয় তার ক্রেতাদের। এখন অভিযোগ এসেছে কাগজে ঠোংগায় হিন্দু দেবতার ছবি ছিল। এতে নাকি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্রেতা এখন জেলে।’ তবে তাঁ শেষ মন্তব‍্যটি বিতর্ক তুঙ্গে তুলেছে। তসলিমার কথায়, ‘দুঃখ এই, হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে।’

IMG 20220706 162010
‘কালী’ তথ‍্যচিত্রের যে পোস্টারটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাতে দেখা গিয়েছে, মা কালী রূপী এক অভিনেত্রী সিগারেটে সুখটান দিচ্ছেন। তাঁর হাতে ধরা LGBT সম্প্রদায়ের পতাকা। হিন্দু ধর্মাবেগে আঘাত হানার অভিযোগে পরিচালককে গ্রেফতারির অভিযোগও উঠেছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর