মুসলিম হোক কিংবা দলিত বা আদিবাসী রাষ্ট্রপতি, বাছবিচার নেই, এইজন‍্য ভারতকে ভালবাসি: তসলিমা নাসরিন

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন অনেকদিনই। এখন দিল্লিতেই আস্তানা লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। নিজের জন্মভূমিতে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। ভারতে নিরাপত্তা খুঁজে পেয়েছেন তিনি। তবে দেশ ছাড়তে বাধ‍্য হলেও তসলিমার কলম থামেনি। ক্ষুরধার লেখনীতে এখনো বিদ্ধ করেন তিনি দুই দেশকেই।

তবুও ভারতকে ভালবাসেন লেখিকা। বিভিন্ন অপছন্দের বিষয় নিয়ে যেমন সরব হন তিনি, তেমনি অনেক ভাললাগার বিষয়েও মন খুলে প্রশংসা করেন লেখিকা। এবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে নিজস্ব কিছু মতামত দিয়েছেন তিনি। জানিয়েছেন, ভারতকে কেন এতটা ভালবাসেন তিনি।

taslima 2 story 647 102115092203
টুইটে তসলিমা লিখেছেন, ‘আমি ভারতকে ভালবাসি কারণ একজন মুসলিম, একজন শিখ, একজন দলিত, একজন মহিলা, একজন নাস্তিক বা একজন আদিবাসী ভারতের রাষ্ট্রপতি কিংবা দেশের প্রধান হতে পারেন। অনেক সভ‍্য এবং অসাম্প্রদায়িক দেশও এতটা উদারতা দেখাতে পারে না।’

 

আসলে এবারে রাষ্ট্রপতি নির্বাচনে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। দেশের প্রথম আদিবাসী মহিলা হিসাবে রাষ্ট্রপতি হওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী তিনি। তাঁর বিপরীতে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা।

এর আগে কাউন্সিলর এবং রাজ‍্যপাল থেকেছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনেও তাঁর জেতার সম্ভাবনা অনেকটাই বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিশেষ করে বাংলাতেও আদিবাসী ভোটে বড়সড় পরিবর্তন আনতে পারেন দ্রৌপদী মুর্মু, মনে করা হচ্ছে এমনটাই।

যদিও তিনি আদৌ আদিবাসী কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। তাঁর বক্তব‍্য, তিনি নিজেও আদিবাসী মহিলা। তাঁরা ধর্মের জায়গায় সারি ধর্ম লেখেন। তাঁরা সাঁওতালরা সারি ধর্ম মানেন। কিন্তু রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ধর্মের জায়গায় লেখেন হিন্দু ধর্ম। বীরবাহা হাঁসদা দাবি করেছেন, বিজেপি ভুল প্রচার করছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর