সুন্দরী নারীর ছবিতে কমেন্ট করে বেকায়দায় শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা, বাধ্য হয়ে চাইলেন ক্ষমা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রমেই যেন মানুষের সোশ্যাল মিডিয়ায় নিজের ইচ্ছামত কিছু করার স্বাধীনতা কমে আসছে। বিশেষ করে আপনি যদি কেউকেটা কেউ হন তাহলে আপনি কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় না ভেবে চিন্তে কিছু করতে পারবেন না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যার ফলে ব্যক্তিগত বলে আর কিছুর অস্তিত্ব থাকবে না। আপনি জনফোনের পরিচিত মুখ হলে আপনার পক্ষে সোশ্যাল মিডিয়ায় কোনরকম লাইক কমেন্ট এবং শেয়ার এর আগে আপনার দশ বার ভাবা উচিত।

ঠিক এই শিক্ষাই হারে হারে টের পেলেন শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। নিজের অবসর সময়ে নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্ট থেকে নিউজ ফিড স্ক্রল করার সময় মাসি পেরেরা বলে এক মহিলার ছবি তার চোখে পড়েছিল। খুব একটা সতর্ক ছিলেন না তারকা আম্পায়ার। তিনি সেই নারীর ছবির নিচে একটি কমেন্ট করে বসেন যার ফল তাকে পরবর্তীতে ভুগতে হয়।

কমেন্ট করে সেই নারীকে সুন্দর বলেছিলেন ধর্মসেনা। মুহুর্তের মধ্যেই তারা এই কমেন্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেগতিক দেখে তিনি পরে এসে কমেন্টই ডিলিট করে সন্ধ্যাবেলা জানান যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল তাই কিছু জায়গায় তার ফেসবুক থেকে কিছু অপ্রীতিকর কমেন্ট হয়েছে। যদিও তার সেই দাবি মানতে নারাজ অনেকেই।

তাকে হেনস্তা করার আরও একটি বড় কারণ রয়েছে। তার বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচ গুলিতে শ্রীলঙ্কাকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া সিরিজে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা সিরিজ ও পাকিস্তানের নাসিম শাহকে ফুল ভাবে আউট দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও ডিআরএস থাকায় রক্ষা পায় নাসিম শাহ। তারপর থেকেই কুমার ধর্মসেনা এই কমেন্টটিকে আরও বেশি করে প্রচার করা হতে থাকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর