পদ্মভূষণ প্রত‍্যাখ‍্যান প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর, বুদ্ধদেব ভট্টাচার্যকে খোঁচা লেখিকা তসলিমা নাসরিনের

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমেই যাবতীয় বিষয়ে মতামত রাখেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। কখনো সরাসরি, আবার কখনো পরোক্ষে কটাক্ষের তীর ছোঁড়েন তিনি। এই মুহূর্তে বাংলার রাজনীতি উত্তাল প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ ফেরত দেওয়া নিয়ে।

বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তসলিমাও। বেশ মজার ছলেই একটি টেলিফোনিক কথোপকথন লিখেছেন তিনি। সেখানে তিনি জানান, এক পরিচিত লোক নাকি তাঁকে ফোন করে বলেন যে, বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পেয়েছেন তাঁর বই নিষিদ্ধ করার জন্য আর তাঁকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার জন্য।

1643223302772
তসলিমা আরো লেখেন, লোকটি তখন তাঁকে জানান যে বুদ্ধদেব পুরস্কার প্রত‍্যাখ‍্যান করেছেন। কারণ ‘অনেক চেষ্টা চরিত্তির করেও’ তসলিমাকে ভারত থেকে পাকাপাকি ভাবে বের করতে তিনি পারেননি। উল্লেখ‍্য, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ‍্যমন্ত্রী থাকাকালীন ২০০৩ সালে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছিল তসলিমার লেখা বই ‘দ্বিখণ্ডিত’। সেই বিতর্ক নিয়ে অবশ‍্য পরে প্রাক্তন মুখ‍্যমন্ত্রী দাবি করেছিলেন, বইটি সেই সময়কার পরিস্থিতিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে বলেই নিষিদ্ধ করতে তিনি বাধ‍্য হয়েছিলেন।

712781 taslima nasreen 1
প্রসঙ্গত, প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগের দিনই পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষনা করা হয় কেন্দ্রের তরফে। এদিনই পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ প্রত‍্যাখ‍্যান করেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ঘোর বিজেপি বিরোধী বুদ্ধদেব পদ্ম সম্মান পাওয়ায় শোরগোল উঠেছিল রাজনৈতিক মহলে। কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে প্রাক্তন মুখ‍্যমন্ত্রী জানান, এ বিষয়ে তাঁকে কেউ কিছু জানায়নি। তাই যদি তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়ে থাকে তবে তিনি পুরস্কার প্র‍ত‍্যাখ‍্যান করছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর