বাংলাহান্ট ডেস্ক: তাজ মহলের পর এবার বিতর্কের কেন্দ্রে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Masjid)। সম্প্রতি জানা গিয়েছে ওই মসজিদে মিলেছে শিবলিঙ্গের উপস্থিতি। তারপর থেকেই চর্চায় জ্ঞানবাপী মসজিদ। এবার এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।
না হিন্দু না মুসলিম, কোনো সম্প্রদায়কেই সমর্থন করেনন তিনি। তাঁর মতমত সম্পূর্ণ কন্য রকমের। তসলিমা টুইটে লেখেন, ‘সব ধর্মের মানুষদের জন্য একটি বড় প্রার্থনা স্থলের ব্যবস্থা করাই ভাল। ১০ টি ঘর থাকা দরকার প্রার্থনা গৃহে। একটি ঘর সমস্ত জাত নির্বিশেষে হিন্দুদের জন্য। একটি ঘর সমস্ত মুসলিমদের জন্য। একটি ঘর খ্রিস্টান, একটি বৌদ্ধ, একটি শিখদের জন্য, একটি ঘর ইহুদি, একটা জৈন, একটি ঘর পারসিদের জন্য।’
তবে লাইব্রেরি, উঠোন, বারান্দা, খেলার ঘর ও শৌচাগার সব ধর্মের জন্য একটা করেই বানানো উচিত বলে মত তসলিমার। যদিও তসলিমার এই টুইটে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের। কেউ লিখেছেন, হিন্দুদের কাছে মন্দির প্রার্থনা স্থলের থেকেও বেশি কিছু। নিজের বাড়ির মতো। সেখানে তারা প্রার্থনা ছাড়াও নাচ, গান, রান্না, খাওয়া দাওয়া সবকিছু করে।
আবার কেউ কেউ সরাসরি কঠোর ভাবে বিরোধিতা করেছে তসলিমার মন্তব্যের। ভারতে না হয়ে এসব বরং বাংলাদেশ, পাকিস্তানে হওয়া ভাল। তসলিমা ভারতে বসে এসব বিনামূল্যে পরামর্শ দিতে পারেন। বাংলাদেশ আর পাকিস্তানে গিয়ে এই একই পরামর্শ দেওয়ার চেষ্টা করে দেখুন।
Better to have 1 big prayer house for all. There shld be 10rooms in the prayer house,1 room for Hindus(all castes),1 for Muslims(all sects),1 for Christians(all sects),1 for Buddhists,1 for Sikhs,1 for Jews,1 for Jains,1 for Parsi.Library,courtyard,balcony,toilet,playroom common.
— taslima nasreen (@taslimanasreen) May 16, 2022
বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ এখন চর্চা এবং বিতর্কের কেন্দ্রস্থল। হিন্দুদের পক্ষ থেকে দাবি ওঠে, ওই মসজিদে রয়েছে এক শিবলিঙ্গ। অন্যদিকে মসজিদ পরিচিলনাকারী কমিটির আইনজীবীর দাবি, যেটিকে শিবলিঙ্গ বলা হচ্ছে সেটি আসলে মসজিদের ওজুখানার একটি ঝর্ণা। সম্প্রতি আদালতের নির্দেশে সিল করে দেওয়া হয় ওই স্থান।