আরও শক্তিশালী হবে দেশ, সেনাবাহিনী পেল সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি সাঁজোয়া বাহন! নেপথ্যে টাটা

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর হাতে উঠলো নতুন বাহন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি কুইক রিয়াকশন ফাইটিং ভেহিকল ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আর এই মহান উদ্যোগ নেওয়া হয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে। ইতিমধ্যেই, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) জানিয়েছে যে, ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতা বাড়ানোর জন্য কুইক রিয়াকশন ফাইটিং ভেহিকল-মিডিয়াম (QRFV) বিশেষ ভূমিকা রাখবে।

সোমবার ভারতীয় সেনাবাহিনীর জন্য এই নয়া উদ্যোগ নেওয়ার পরেই TASL টুইট করে জানিয়েছে, “TASL সফলভাবে ভারতীয় সেনাবাহিনীকে QRFV প্রদান করেছে।” TASL আরো উল্লেখ করে যে, এই গাড়ির অন্তর্ভুক্তি ভবিষ্যতের সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়িয়ে তুলবে।

প্রসঙ্গত কিছুদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রী অজয় ​​ভাট জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি-নেতৃত্বাধীন সরকার গত কয়েক বছরে বেশ কয়েকটি নীতিগত উদ্যোগ নিয়েছে এবং দেশীয় নকশা, উন্নয়ন এবং দেশে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিকে উৎসাহিত করার জন্য সংস্কার এনেছে। আর তার ফলে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন অনেকখানি বেড়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়। তথ্যসূত্র অনুযায়ী, দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকে বাড়ানোর জন্য গত চার বছরে কেন্দ্রের উদ্যোগের ফলে বিদেশ থেকে প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহ বাবদ ব্যয় সামগ্রিক ব্যয়ের নিরিখে 46 শতাংশ থেকে 36 শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, এপ্রিল মাসে, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে QRFV-এর প্রথম সেট অন্তর্ভুক্ত করেছিলেন। প্রতিরক্ষা দপ্তরের একটি বিবৃতি অনুসারে, সেনাপ্রধান QRFV, পদাতিক সুরক্ষিত মোবিলিটি ভেহিকেল (IPMV), TASL দ্বারা তৈরি আল্ট্রা লং রেঞ্জ অবজারভেশন সিস্টেম এবং ভারত ফোর্জ দ্বারা তৈরি মনোকোক হুল মাল্টি-রোল মাইন-প্রোটেক্টেড আর্মড ভেহিকেল বাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর