বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারি মাসেই বেশিরভাগ রাজ্যে দাপট শুরু করেছে গরম। বিশেষ করে দিনের বেলা সূর্যের তাপে ঘাম ঝরছে বঙ্গবাসীর। ইদানিংকালে গরমের মরশুমে দেশে ব্যাপকভাবে চাহিদা বৃদ্ধি হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসির। ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এবার একদিনেই এসি এবং এয়ার কুলার ডেলিভারি পরিষেবা নিয়ে আসল টাটা (TATA) ক্রোমা।
গরম পড়ার আগেই বাজিমাত করল TATA
এর আগে দেশের একাধিক শহরে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্যের ‘সেম ডে ডেলিভারি’ পরিষেবা শুরু করেছিল টাটার (TATA) এই সংস্থা। এবার গরমের মরশুম পড়ার আগেই বাতানুকূল যন্ত্রের (Air Conditioner) দ্রুত ডেলিভারি অপশন নিয়ে হাজির জনপ্রিয় এই ইলেকট্রনিক্স অ্যাপ। গরমকালে এসির চাহিদা থাকে তুঙ্গে। অনেক সময়ে অতিরিক্ত টাকা খরচ করেও সময় মতো পাওয়া যায় না ডেলিভারি।
আরোও পড়ুন : নবান্নর নিরাপত্তা জোনের বাইরেও কেন পুলিশি হস্তক্ষেপ? হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে এবার পুলিশ কমিশনার
তবে এবার গ্রাহকদের এই সমস্যা থেকে নিস্তার দিতে টাটা ক্রোমা নিয়ে এল দুর্দান্ত সুবিধা। ভারতের বেশকিছু শহরেই ইতিমধ্যে শুরু হয়েছে সেম ডে ডেলিভারি পরিষেবা। জানানো হয়েছে, নিকটতম Croma স্টোর, Croma.com অথবা Tata Neu অ্যাপ থেকে সন্ধ্যা ৬ টার আগে এসি বা এয়ার কুলার অর্ডার করলে গ্রাহক ডেলিভারি পেয়ে যাবেন সেদিনই।
আরোও পড়ুন : পিক আ্যান্ড চুজ পদ্ধতি চলছে? এবার রিপোর্ট তলব করল ক্ষুব্ধ হাইকোর্ট, কোন মামলায়?
এই বিষয়টি নিয়ে ক্রোমার সিইও শিবাশিষ রায় জানিয়েছেন, ‘গরম বৃদ্ধি পাওয়ায়, গ্রাহকদের আরও সুবিধা প্রদানের জন্য ক্রোমা একই দিনে ডেলিভারি পরিষেবা চালু করছে।’ এরই সাথে শিবাশিষ রায় বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ভারতের ২৮ টিরও বেশি শহরে আমাদের এই পরিষেবা বর্তমানে উপলব্ধ।
এছাড়া তিনি আরও জানান, গ্রাহকরা দ্রুত নিজেদের শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র ডেলিভারি পাওয়ার জন্য ভিজিট করুন নিকটবর্তী টাটা ক্রোমা স্টোরে। পাশাপাশি অনলাইনে Croma.com এবং Tata Neu অ্যাপের মাধ্যমেও বুকিং করতে পারবেন গ্রাহকরা। বর্তমানে ক্রোমার সেম ডে ডেলিভারি পরিষেবা উপলব্ধ রয়েছে বেশ কয়েকটি শহরে।
তালিকায় আছে, আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, বরোদা, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, চিকালথানা, কোয়েম্বাটোর, দিল্লি, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, নয়ডা, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, ইন্দোর, জয়পুর, কল্যাণ-ডোম্বিভালি, কামোথে, লক্ষ্ণৌ, মোহালি, মুম্বাই, নাসিক, নাভি মুম্বাই, রাজকোট, রাজকোট, নবি মুম্বাই, রাজকোট, সিংহগড় (পুনে), সুরাত, তালেগাঁও (পিম্পরি), থানে, বনস্থলীপুরম এবং ভান্দালুর।