চিনকে টেক্কা দিতে একজোট টাটা, আম্বানি! চমক দেখাচ্ছে ভারত

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে ভারত (India)। আগামীদিনের কথা মাথায় রেখে ভবিষ্যতের নাগরিকদের জন্য বেশ কয়েকটি ক্ষেত্রে দুর্দান্ত কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তবে, এই মুহূর্তে প্রযুক্তিগত দিক থেকে চিনের প্রভাব ভারতের উপর থাকলেও জিংপিংয়ের সরকারকে টেক্কা দিতে কোমর বেঁধে নামছে ভারত। সোলার এনার্জির (Solar Energy) ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে দেশের দুই শিল্পপতি।

জানা গিয়েছে, সৌর শক্তির ক্ষেত্রে চিনা দাপট কমাতে এগিয়ে এক মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স (Reliance) এবং রতন টাটার (Ratan Tata) টাটা গ্রুপ (Tata Group)। বর্তমানে সৌর বিদ্যুতের ক্ষেত্রে চিনা কোম্পানিগুলো ভারতের ৭০% বাজার দখল করে রাখলেও এবার সেই অবস্থার বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। চিনের এই ব্যবসায় ভাগ বসাতে তৈরী হচ্ছে টাটা এবং রিলায়েন্স। এছাড়া তাদের সাথে নিলামে আসতে পারে জেএসডব্লিউ এনার্জি, আভাদা গ্রুপ এবং রিনিউ এনার্জি গ্লোবাল ও ফার্স্ট সোলারের মতো আন্তর্জাতিক সংস্থা।

সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২.৪ বিলিয়ন ডলারের ফিন্যান্সিয়াল ইন্সেনটিভ প্ল্যানের কথা ঘোষণা করা হয়েছে। চিন থেকে আমদানি কমানোর জন্য মোট ১৯,৫০০ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আর এই প্ল্যানের সঙ্গে নিজের সংযুক্ত করতে আগ্রহী রিলায়েন্স এবং টাটা গ্রুপ। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দেশের অন্দরে শীর্ষস্থানীয় সোলার প্যানেল প্রস্তুতকারক গৌতম আদানির (Gautam Adani) সংস্থা এই স্কিম নিয়ে একেবারেই উৎসাহ দেখাচ্ছে না।

India Solar power

বর্তমানে ক্লিন এবং গ্রিন এনার্জির বাজার বাড়তে থাকায় কেন্দ্র সরকার সোলার মডিউল তৈরীর ক্ষমতা বাড়িয়ে ৯০ গিগাওয়াটে নিয়ে যেতে চাইছে। এই মডিউল দেশের অন্দরে ভালভাবে কাজ করলে বিদেশে রপ্তানির ক্ষেত্রেও লাভদায়ক হবে বলে মনে করা হচ্ছে। তাই সব ভেবে চিন্তেই সৌর শক্তির খাতে নয়া বিনিয়োগে এগোচ্ছে সরকার। এদিকে, কোভিডের ফলে চিনের সাপ্লাই চেনে বেশ বড় ধাক্কা আসে। এই সমস্ত সমস্যা কাটিয়ে নিজেদের মার্কেট গড়ে তুলতে এমন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর