মধ্যবিত্তদের জন্য ফের দারুণ উপহার TATA-র! একদম সস্তায় ইলেকট্রিক সানরুফ গাড়ি আনল সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা হল Tata Motors। এই কোম্পানির গাড়িগুলিকে বছরের পর বছর ধরে ভরসা করে আসছেন ক্রেতারা। পাশাপাশি, যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত গাড়ি বাজারে আনছে এই সংস্থা।

এদিকে, ইতিমধ্যেই বিভিন্ন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হয়েছে সংস্থার তরফে। সেই রেশ বজায় রেখেই এবার সামনে এল সংশ্লিষ্ট কোম্পানির আরও একটি দুর্দান্ত গাড়ির প্রসঙ্গ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার গ্রাহকদের কথা মাথায় রেখে অত্যন্ত সস্তায় ইলেকট্রিক সানরুফ গাড়ি নিয়ে এল সংস্থাটি।

মূলত, এবার সংস্থার Altroz-এর ইলেকট্রিক গাড়িতে দেওয়া হয়েছে সানরুফের সুবিধা। জেনে অবাক হবেন যে, এই গাড়িটির দাম ১০ লক্ষ টাকারও কম। শুধু তাই নয়, বর্তমানে এটি আমাদের দেশের সবথেকে সস্তা সানরুফ কার হিসেবেও বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই গাড়িটির CNG এডিশন গত মাসে লঞ্চ করা হয়েছে। পাশাপাশি, বর্তমানে টাটা গ্রুপের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে অন্যতম হল Tata Altroz। এটিতে ইলেকট্রিক সানরুফ ফিচারের পাশাপাশি উপলব্ধ রয়েছে ভয়েস কমান্ড ফিচারও।

পাশাপাশি, জানিয়ে রাখি যে স্টিয়ারিংয়ের পাশে থাকা বাটনের সাহায্যে এই ইলেকট্রিক সানরুফ ফিচার সহজেই কাজ করবে। এছাড়াও, আপনি চাইলে ভয়েস কমান্ডের মাধ্যমেও সেটিকে বন্ধ বা খুলতে পারবেন। এমতাবস্থায়, ক্রেতাদের কাছে এই বিষয়টি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

whatsapp image 2023 06 12 at 4.04.19 pm

এছাড়াও, Tata Altroz-এ আরও দু’টি গুরুত্বপূর্ণ ফিচার্স উপলব্ধ রয়েছে। সেগুলি হল ওয়্যারলেস চার্জিং এবং এয়ার পিউরি ফায়ারের সুবিধা। এই ফিচার্সগুলি ক্রেতারা Tata Altroz-এর CNG ভেরিয়েন্টেও পেয়ে যাবেন। এবারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, এই গাড়িটির দাম কত রাখা হয়েছে? এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Tata Altroz-এর এই গাড়ির দাম মধ্যবিত্তদের কথা মাথায় রেখে ৭.৯০ লক্ষ টাকা থেকে ১০.৪০ লক্ষ টাকার মধ্যে থাকবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর