চারিদিকে ছাঁটাইয়ের আবহে বিরাট ঘোষণা টাটাদের, কাজ পাবেন ৪০ হাজার যুবক-যুবতী

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বজুড়ে একের পর এক বড় সংস্থায় সম্পন্ন হয়েছে ছাঁটাই। যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন হাজার হাজার কর্মীরা। এদিকে, এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল ভারতীয় কর্মীদের মধ্যেও। তবে, ঠিক সেই আবহেই “আশার আলো” দেখাল TCS (Tata Consultancy Services)। জানা গিয়েছে, এবার বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, দ্রুত ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছে TCS। যা নিঃসন্দেহে প্রযুক্তি ক্ষেত্রে একটি অত্যন্ত বড় খবর হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রসঙ্গে গত বুধবার TCS-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, চলতি বছরের অর্থবর্ষে সংস্থাটি সবচেয়ে বেশি সংখ্যক কর্মী নিয়োগ করেছে। এই রেশ বজায় থাকবে আগামী অর্থবর্ষেও। অর্থাৎ, আগামী দিনগুলিতে ৪০ হাজার ফ্রেশারকে নিয়োগ করবে সংস্থা।

যদিও, এই নিয়োগ প্রক্রিয়া ক্যাম্পাসিং নাকি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে, সেই বিষয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি। তবে, কোম্পানি সূত্রে খবর মিলেছে যে, ক্যাম্পাসিং-এ ফ্রেশারদের চাকরি দেওয়ার কথা ভাবছে TCS। এদিকে, সম্প্রতি সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, গত বছর ২২ হাজারেরও বেশ কর্মী TCS-এ চাকরি পেয়েছেন।

যার পরিপ্রেক্ষিতে সমগ্ৰ বছরে সংস্থার মোট কর্মী সংখ্যা পৌঁছে গিয়েছে ৬,১৪,৭৯৫ জনে। যাঁদের মধ্যে ৩৫.৭ শতাংশ হলেন মহিলা। শুধু তাই নয়, ওই কোম্পানির মোট কর্মীসংখ্যার মধ্যে ১৫০ টি দেশের কর্মী রয়েছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, বিভিন্ন ক্ষেত্রে লাগাতার কর্মী ছাঁটাইয়ের পরিপ্রেক্ষিতে TCS-এও কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শুরু হয়েছিল তীব্র জল্পনা।

ratan tata tcs

যদিও, গত জানুয়ারি মাসে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেয় TCS। বরং তার পরিবর্তে অর্থবর্ষে ২০২৪ সালে প্রায় দেড় লক্ষ কর্মী নিয়োগের বিষয়টি সামনে আনে সংস্থা। এমতাবস্থায় ছাঁটাইয়ের আশঙ্কার মাঝে এহেন খবর কর্মীদের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে এসেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর