১৩০ কোটির দেশ ভারতে একচেটিয়া ইন্টারনেট ব্যাবসার ক্ষেত্রে মুকেশ অম্বানির (mukesh ambani) প্রবল প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন রতন টাটা (Ratan Tata)। ইতিমধ্যেই দেড় লাখ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এনে ইন্টারনেট ব্যাবসায় অনেকটাই এগিয়ে গেছেন মুকেশ অম্বানি। এবার নিজেদের ইন্টারনেট ব্যাবসা নিয়ে বিনিয়োগকারী খুঁজছে টাটা সন্সও।
ভারত সহ সারা বিশ্বে টাটা একটি অন্যতম বড় সংস্থা। গাড়ি থেকে শুরু করে খাবার বহু রকমের ব্যাবসায়ে ইতিমধ্যেই সাফল্য পাওয়া টাটা গ্রুপ এতদিন সেরকম ভাবে ইন্টারনেট নির্ভর বাণিজ্যের পথে হাঁটেনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই মুহুর্তে দেশ অনেক অংশেই ইন্টারনেট নির্ভর কেনাকাটা ও পরিষেবার দিকে ঝুঁকছে। তাই এবার এই দুনিয়ায় পা রাখতে চলেছে টাটাও।
তবে জিও বা আমাজনের মত সরাসরি ই-কমার্স বাজারের দিকে হাঁটছে না টাটা গোষ্ঠী। তারা বাজারে আনতে চলেছে একটি সুপার অ্যাপ যেখানে এই সংস্থার সমস্ত রকম পরিষেবা চলে আসবে একই ছাতার তলায়। সুপার অ্যাপ মেচুয়ান অ্যান্ড গ্রাব খুবই জনপ্রিয় এবং সফল দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চিনে। কিন্তু এখনো এই আইডিয়া ভারতের বাজারে পা রাখে নি। সব ঠিক থাকলে খুব শীঘ্রই চালু হতে চলেছে টাটার এই সুপার অ্যাপ।
ইতিমধ্যেই এই ব্যাবসায় বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে বিখ্যাত সংস্থা walmart. জানা যাচ্ছে এই মার্কিন সংস্থা ২৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে টাটার সুপার অ্যাপে। পাশাপাশি ওয়ালমার্ট যদি টাটার অ্যাপে বিনিয়োগ করে তাহলে টাটাও ওয়ালমার্টের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে অনেকখানি সুবিধা পাবে।