আরেব্বাস! পুরো খেল দেখাল রতন টাটার এই সংস্থা, ৫ দিনেই আয় করল ৩৮০০০ কোটি টাকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের অন্যতম একটি ব্যবসায়িক সংস্থা টাটা গোষ্ঠী (TATA Group)। টাটা গোষ্ঠীর ব্যাপ্তি নিয়ে নতুন করে কিছু বলার নেই। অটোমোবাইল থেকে রিটেইলস নানা ক্ষেত্রে ছড়িয়ে আছে এই গোষ্ঠীর শাখা। তবে এর মধ্যে একটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। যাকে এখন মানুষ এক ডাকেই চেনে। টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস (Tata Consultancy Service) বিগত পাঁচ দিনে ধামাকা দেখিয়ে দিয়েছে।

দুর্দান্ত আয় টিসিএসের (Tata Consultancy Service)

মাত্র পাঁচ দিনে এই সংস্থা প্রায় ৪০ কোটি টাকা আয় করেছে। একটি রিপোর্ট মোতাবিক জানা গিয়েছে টিসিএস গত ৫ দিনে ৩৮,৮৯৪.৪৪ কোটি টাকা আয় করেছে। আপনাদের জানিয়ে রাখি গত সপ্তাহে শেয়ার মার্কেটে শীর্ষে যে ১০ সংস্থা ছিল তার মধ্যে টিসিএস-ই সবথেকে বেশি লাভ করেছে। গত ৫ই জুলাই, বাজার বন্ধের সময় টিসিএস-এর (Tata Consultancy Service) বাজার মূল্য ছিল ১৪,৫১,৭৩৯.৫৩ কোটি টাকা।

আরোও পড়ুন : ঘরে আছে স্ত্রী, এদিকে অন্য মহিলায় আসক্ত স্বামী! কেন এমনটা হয়? উত্তর দিয়েছিলেন স্বয়ং চাণক্য

এখানে ইনফোসিস-এর কথাও বলতে হয়। কারণ, টিসিএস-এর (Tata Consultancy Service) পরে সবথেকে বেশি লাভ করেছে, নারায়ণ মূর্তির সংস্থা। জানা গিয়েছে, ইনফোসিসের (Infosys) বাজার মূল্য ৩৩,৩২০.০৩ কোটি টাকা থেকে বেড়ে ৬,৮৩,৯২২.১৩ কোটি টাকা হয়েছে।ইনফোসিস এর পর তালিকায় রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি। বিগত পাঁচ দিনে এই সংস্থার বাজার মূল্য ৩২,৬১১.৩৬ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২১,৫১,৫৬২.৫৬ কোটি টাকায় পৌঁছেছে।

tcs recruitment

তবে বিগত পাঁচ দিনে বাজার মূল্য কমেছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) এবং ভারতী এয়ারটেলের (Bharti Airtel)। ২৬,৯৭০,৭৯ কোটি টাকা থেকে কমে ১২,৫৩,৮৯৪.৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের বাজার মূল্য। অন্যদিকে ভারতী এয়ারটেলের বাজার মূল্য ৮,৭৩৫.৪৯ কোটি টাকা থেকে কমে ৮,১৩,৭৯৪.৮৬ কোটি টাকায় এসেছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X