রতন টাটা নন, এই “পাকিস্তানি”-র হাত ধরেই তৈরি হয়েছিল TCS! নাম জানলে হবেন “থ”

বাংলাহান্ট ডেস্ক : ভারতের আইটি সেক্টরে দাপটের সাথে কাজ করে চলেছে টাটার আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Services) বা টিসিএস। গোটা বিশ্ব জুড়ে আইটি খাতে ভারতীয় এই তথ্য প্রযুক্তি সংস্থার অগ্রণী ভুমিকা গর্বিত করেছে দেশবাসীকে। বর্তমানে টিসিএসের বাজারমূল্য পৌঁছেছে ১২.৯২ লাখ কোটি টাকায়।

টাটা কনসালটেন্সি সার্ভিসের (Tata Consultancy Services) প্রতিষ্ঠাতা

তবে অনেক সময়েই টিসিসের সাথে একই সুরে উচ্চারিত হয় টাটা গ্রুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার নাম। জানলে হয়ত অনেক হবেন, টিসিএস প্রতিষ্ঠার ক্ষেত্রে রতন টাটা নয়, নেপথ্যে হাত ছিল এক পাকিস্তানি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারের। ভারতের আইটির জনক নামে পরিচিত পাকিস্তানি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার ফকির চাঁদ কোহলি বা এফ সি কোহলির হাত ধরে পথচলা শুরু করে টিসিএস (TCS)।

আরও পড়ুন : একী কাণ্ড! নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কানাডা, জানলে হবেন অবাক

টিসিএসের প্রথম সিইও (Chief Executive Officer) এফ সি কোহলির জন্ম পাকিস্তানের পেশোয়ারে ১৯২৪ সালে। ভারতের আইটি সেক্টরে এফ সি কোহলির ভূমিকা লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি,  অ্যাপ্লায়েড ম্যাথস, ফিজিক্সে ডিগ্রি অর্জন করার পর কোহলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার উদ্দেশ্যে পাড়ি জমান কানাডায়।

আরও পড়ুন : আড়াই বছর পর শুনানি! সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলায় বড় আপডেট! নববর্ষেই মিলবে সুখবর?

এরপর আমেরিকার এমআইটি থেকে সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন কোহলি। আমেরিকা থেকে ১৯৫১ সালে ভারতে ফিরে এসে কোহলি কর্মজীবন শুরু করেন টাটা ইলেকট্রিক কোম্পানিতে। বেশকিছু বছর দক্ষতার সাথে কাজ করার পর ১৯৬৮ সালে জে আর ডি টাটার নেতৃত্বে প্রতিষ্ঠা করেন টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। টাটার এই আইটি উইংয়ের সহ প্রতিষ্ঠাতা হিসাবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেন এফ সি কোহলি।

Tata Consultancy Services first CEO details.
এফ সি কোহলি

টিসিএস (Tata Consultancy Services) ছাড়াও এফ সি কোহলি যুক্ত ছিলেন একাধিক সংস্থার সাথেও। সামলেছেন ন্যাসকমের প্রেসিডেন্টের দায়িত্বও। অবসর গ্রহণের পরও টাটা গোষ্ঠীর সাথে সম্পর্ক ছিন্ন হয়নি তাঁর। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে টাটা গোষ্ঠীর সাথে কাজ করেছেন কোহলি। ভারতের আইটি সেক্টরে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কেন্দ্র ২০০২ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে এফ সি কোহলিকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর