বাংলাহান্ট ডেস্ক : ভারত তথা বিশ্বের বাণিজ্যিক ক্ষেত্রে টাটা গ্রুপ একটি ল্যান্ডমার্ক। কয়েক দশক আগে যে গ্রুপের প্রতিষ্ঠা হয়েছিল তা আজ প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছে গেছে। প্রত্যেকটি ভারতীয়র জীবনের সাথে যুক্ত টাটা (TATA Group)। ব্যবসায়িক ক্ষেত্রের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও টাটা গ্রুপের গুরুত্ব কম নয়।
বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে টাটা গোষ্ঠী। তবে জানলে অবাক হবেন এই একটি মাত্র জিনিস টাটা তৈরি করে না। এমন কোন জিনিস রয়েছে যা টাটা গ্রুপ তৈরি করে না তা নিয়ে আপনার মনে নিশ্চই কৌতুহল জেগেছে। এই প্রশ্নের উত্তর আমরা দেব। তবে তার আগে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন ও উত্তর আমাদের জেনে রাখা উচিত।
১) কোন নদীর তীরে তাজমহল তৈরি হয়েছে?
উত্তর : যমুনা নদীর তীরে তৈরি হয়েছে তাজমহল।
২) কোন শহর ইলেকট্রনিক সিটি নামে পরিচিত?
উত্তর : ব্যাঙ্গালোরকে ইলেক্ট্রনিক সিটি বলা হয়ে থাকে।
৩) ঘুমানোর সময় কোন প্রাণী এক চোখ খোলা রাখে?
উত্তর : ঘুমানোর সময় একমাত্র একটি প্রাণী ডলফিন এক চোখ খোলা রাখে।
৪) সীতা কতদিন লঙ্কায় ছিলেন?
উত্তর : মাতা সীতা ৪৩৫ দিন লঙ্কায় অবস্থান করেছিলেন।
৫) কোন ব্যক্তির গাড়িতে নম্বর প্লেট থাকে না?
উত্তর : একমাত্র রাষ্ট্রপতির গাড়িতে নম্বর প্লেট থাকে না।
৬) কোন দেশে সর্বপ্রথম হীরা আবিষ্কৃত হয়েছিল?
উত্তর : ভারতে প্রথম হীরা আবিষ্কৃত হয়েছিল।
৭) একজন মানুষের মস্তিষ্কে সারা জীবনে কত GB সঞ্চয় করতে পারে?
উত্তর : একজন মানুষ সারা জীবনে প্রায় ১০ লাখ GB মস্তিষ্কে সঞ্চয় করে।
৮) ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে সবজি তৈরি করা হয়?
উত্তর : সিকিমে সাপের তেল দিয়ে সবজি তৈরি করা হয়।
৯) ভারতীয় নোটে কখন থেকে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়েছিল?
উত্তর : ১৯৬৯ সাল থেকে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়েছিল।
১০) টাটারা A to Z তৈরি করলেও কোন জিনিসটি তৈরি করে না?
উত্তর : একমাত্র মাদক জাতীয় দ্রব্য তৈরি করে না টাটা গোষ্ঠী।