কর্মচারীদের জন্য এবার বড়সড় উপহার দিল Tata! লাফিয়ে বাড়ল বেতনের পরিমাণ

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপ (Tata Group) এবার তার শীর্ষ অধিকারিকদের বড়সড় উপহার দিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট গ্রুপটি চলতি বছরে ওই আধিকারিকদের ৬২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করেছে। এমতাবস্থায়, ট্রেন্ট, ইন্ডিয়ান হোটেল এবং টাটা কনজিউমারের মতো হাই গ্রোথ বিজনেসের শীর্ষ আধিকারিকদের বেতন সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য যে, ২০২২-২৩ সালে টাটা গ্রুপের সেলস রেভিনিউয়ের পরিমাণ ছিল ৯৭ বিলিয়ন ডলার। যা এখনও পর্যন্ত একটি রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এই সময়ের মধ্যে, গ্রুপের অধিকাংশ কোম্পানির গ্রোথ ছিল ২০ শতাংশেরও বেশি। এমতাবস্থায়, এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের বোর্ড ওই কোম্পানিগুলির শীর্ষ আধিকারিকদের এইভাবেই উপহার দিয়েছে। মোট প্যাকেজের মধ্যে বেতন, কমিশন এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রুপের রিটেইল চেইন ট্রেন্টের সিইও পি ভেঙ্কটেসলুর বেতনে সর্বোচ্চ ৬২ শতাংশের বৃদ্ধি ঘটেছে। তাঁর বেতনের পরিমাণ হল ৫.১২ কোটি টাকা।

এদিকে, ট্রেন্টের নেট প্রফিটের পরিমাণ গত বছর ১০ গুণ বেড়ে ৩৯৪ কোটি টাকা হয়েছে। যেখানে রেভিনিউ ৮০ শতাংশ বেড়ে ৮,২৪২ কোটি টাকা হয়েছে। পাশাপাশি, ইন্ডিয়ান হোটেলের সিইও পুনিত চাটওয়ালের বেতনে ৩৭ শতাংশ বৃদ্ধি ঘটে বেতনের পরিমাণ হয়েছে ১৮.২৩ কোটি টাকা। টাটা কনজিউমারের সিইও সুনীল ডি’সুজার বেতন ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, তাঁর বেতনের পরিমাণ ৯.৫ কোটি টাকায় পৌঁছেছে।

এছাড়াও, ভোল্টাসের প্রদীপ বক্সি বেতনে ২২ শতাংশ বৃদ্ধি হাসিল করেছেন। পাশাপাশি, টাটা কেমিক্যালসের আর মুকুন্দন এবং টাটা পাওয়ারের প্রবীর সিনহা উভয়ের বেতন ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, TCS-এর রাজেশ গোপিনাথন সর্বনিম্ন বৃদ্ধির সম্মুখীন হয়েছেন। তাঁর বেতন ১৩ শতাংশ বেড়ে ২৯.১ কোটিতে পৌঁছেছে। যদিও গোপীনাথন এখন TCS ছেড়েছেন।

টাটা গ্রুপের ব্যবসা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের ব্যবসা বর্তমানে একাধিক সেক্টরে ছড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি, ইস্পাত, অটোমোটিভ, কনজিউমার অ্যান্ড রিটেল, ইনফ্রাস্ট্রাকচার, আর্থিক পরিষেবা, মহাকাশ ও প্রতিরক্ষা, পর্যটন এবং ভ্রমণ, টেলিকম এবং মিডিয়া সহ ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।

1576736041 BuTI4n Tata Telecom1

ইতিমধ্যেই টাটা গ্রুপের কোম্পানির সংখ্যা ৩০ ছুঁয়েছে। এই প্রসঙ্গে টাটা গ্রুপের একজন আধিকারিক জানিয়েছেন যে, ২০২৩ সালটি ওই গ্রুপের জন্য খুব ভালো। গত দু’বছরে, টাটার ২৮ টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ২৬ টি মার্কেটে দুর্দান্ত ফলাফল করেছে। ওই সময়ের মধ্যে গ্রুপের মার্কেট ক্যাপ ৩০,০০০ কোটি টাকা বেড়েছে। পাশাপাশি, তালিকাভুক্ত ২৮ টি কোম্পানির মধ্যে ১৭ টি গত অর্থবর্ষে ১১ থেকে ৯০ শতাংশ রেভিনিউ গ্রোথ হাসিল করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর