বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরেই প্যাকেজিং ওয়াটার কোম্পানি বিসলেরির (Bisleri) সঙ্গে টাটার (Tata) চুক্তি হওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছিল। এমনকি, সবকিছুই প্রায় হয়ে গিয়েছিল চূড়ান্ত। কিন্তু হঠাৎই তীরে এসে ডুবে গেল তরী। জানা গিয়েছে, টাটার সঙ্গে চুক্তির পথে না হেঁটে এবার বিসলেরির দায়িত্বে এলেন বিসলেরি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রমেশ চৌহানের মেয়ে জয়ন্তী চৌহান।
এই প্রসঙ্গে বিসলেরির চেয়ারম্যান রমেশ চৌহান জানিয়েছেন, তাঁর মেয়ে জয়ন্তী এবার পেশাদার ব্যক্তিদের নিয়ে কোম্পানি চালাবেন। আর সেই কারণেই কোম্পানি বিক্রির সিদ্ধান্ত তাঁরা নিচ্ছেন না। জানিয়ে রাখি যে, বর্তমানে জয়ন্তী চৌহান কোম্পানির ভাইস চেয়ারপার্সন পদে রয়েছেন। এদিকে, বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, টাটা গ্রুপ গত দু’বছর ধরে এই চুক্তি নিয়ে চৌহান পরিবারের সঙ্গে আলোচনা চালাচ্ছিল।
এমতাবস্থায়, গত সপ্তাহে ফের আলোচনার আহ্বান জানানো হলেও কোম্পানি বিক্রির চুক্তিতে সম্মত হয়নি বিসলেরি। এদিকে, টাটা গ্রুপ গত ১৭ মার্চ একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, বিসলেরি কেনার জন্য কোনো চুক্তি হয়নি। টাটার ভোগ্যপণ্য সংস্থা এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই তথ্য সামনে আনা হয়।
এদিকে, এই চুক্তির প্রভাব গত সপ্তাহে শেয়ার বাজারেও পরিলক্ষিত হয়েছে। মূলত, অতীতে এই চুক্তি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনায় অনেকটাই ওপরে উঠেছিল টাটা কনজিউমারসের শেয়ারের দর। এদিকে, ১৭ মার্চ এই চুক্তি না হওয়ার বিষয়টি সামনে আনে টাটা। এমতাবস্থায়, টাটা কনজিউমাররে শেয়ারে পতন দেখা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত কয়েক বছর ধরে বিসলেরির পোর্টফোলিও ব্র্যান্ড বেদিকার সাথে যুক্ত রয়েছেন জয়ন্তী চৌহান। পাশাপাশি, সাম্প্রতিক বছরগুলিতে, তিনি বিসলেরির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা ওপালন করেছেন। আর সেই কারণেই বিসলেরির দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে জয়ন্তীকে। পেশাদার ব্যবস্থাপনা দলের সঙ্গে বিসলেরিকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।