ফের বাজিমাত টাটা গ্রুপের! ২,২৫০ কোটি টাকায় অধিগ্রহণ করল এই কোম্পানি, জানলে হবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) একটি বড় চুক্তি করেছে। ওই কোম্পানিটি গত ১১ মার্চ ২,২৫০ কোটি টাকায় দর্শিতা সাউদার্ন ইন্ডিয়া হ্যাপি হোমসের ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার অধিগ্রহণের ঘোষণা করেছে। ইতিমধ্যে স্টক ফাইলিংয়ে বলা হয়েছে যে, টাটা গ্রুপ (Tata Group) ওই ফার্ম কমার্শিয়াল রিয়েল এস্টেট ফার্মের জমি এবং বিল্ডিংও অধিগ্রহণ করবে। যেটি একটি ডেলিভারি সেন্টারে পরিণত হবে।

টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানির বড় পদক্ষেপ:

এদিকে, মানিকন্ট্রোলের খবরে কোম্পানির একটি সূত্র স্পষ্ট করেছে যে ডেলিভারি সেন্টারটি বেঙ্গালুরুতে অবস্থিত হবে। ওই চুক্তিতে ২ বছর পর এন্টিটির ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার অর্জনের জন্য একটি কল অপশনও রয়েছে। জানিয়ে রাখি যে, দর্শিতা সাউদার্ন ইন্ডিয়া হ্যাপি হোমস, ২০০৪ সালের সেপ্টেম্বরে সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থা কমার্শিয়াল সম্পত্তির ডেভেলপমেন্টের কাজে নিযুক্ত রয়েছে। ওই কোম্পানির মতে, রেভিনিউ আসা এখনও শুরু হয়নি। তাই গত তিন বছরের টার্নওভার শূন্য।

Tata Group acquired this company.

টেলিকম টাওয়ার অপারেটরের সাথে ডিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি TCS ইউরোপের দ্বিতীয় বৃহত্তম টেলিকম টাওয়ার অপারেটর ভ্যানটেজ টাওয়ারের সাথে অংশীদারিত্ব করেছে। এই অংশীদারিত্বটি ৮৬,০০০ সাইটের নেটওয়ার্ক কভার করে এমন একটি ডিজিটাল পরিষেবা প্ল্যাটফর্ম চালু করার জন্য করা হয়েছে। মূলত, টেলিকম টাওয়ার স্থাপনের জন্য জমি ইজারা দেওয়া সম্পত্তির মালিকদের অভিজ্ঞতাকে পরিবর্তন করাই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।

আরও পড়ুন: শুরু হয়ে গেল কাউন্টডাউন! IPL-এর উদ্বোধনী ম্যাচে কেমন হবে KKR-এর প্লেয়িং ইলেভেন? রইল আপডেট

এর পাশাপাশি এই উদ্যোগের লক্ষ্য হল সম্পদের মালিকদের জন্য পরিষেবা প্রক্রিয়া সহজ করা এবং ইউরোপ জুড়ে ভ্যানটেজ টাওয়ারের সাথে টেলিকম সাইট অংশীদারিত্ব জোরদার করা। এই অংশীদারিত্বের অংশ হিসেবে, TCS তার ফ্ল্যাগশিপ ডিজিটাল সলিউশন TCS Crystallus-কেও মোতায়েন করবে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, এরপরে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত? জানুন বিস্তারিত

HCL-ও প্রসারিত হয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি TCS-এর প্রতিযোগী HCL Tech-এর মতো কোম্পানিগুলিও তাদের ডেলিভারি সেন্টার নেটওয়ার্ক প্রসারিত করছে। ওই সংস্থাটি ইতিমধ্যেই হায়দ্রাবাদ থেকে শুরু করে কেরালা এবং তেলেঙ্গানায় কেন্দ্র চালু করেছে। এটি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, করোনার মতো ভয়াবহ মহামারীর পরে ওই সেক্টরে হাইব্রিড সংস্কৃতির প্রবণতা অনুসরণ করে অফিস থেকে কাজ করা এবং গ্রাহকদের কাছাকাছি থাকার বিষয়টি সাধারণ হয়ে উঠেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর