অবিশ্বাস্য! এবার বাড়ি কিনলেই ১৯ লাখ ছাড়! সত্যিই কী তাই? দুর্দান্ত উদ্যোগ জনপ্রিয় এই সংস্থার

বাংলাহান্ট ডেস্ক : আমাদের প্রায় প্রত্যেকেরই একটা নিজস্ব বাড়ির স্বপ্ন থাকে। ছোট হোক বা বড়, নিজের বাড়ির মতো পরম আত্মীয় আর কিছু হয় না। এবার সাধারণ মানুষের জন্য স্বাধীনতা দিবসে বড় উদ্যোগ নিল টাটা গোষ্ঠী (Tata Group)। টাটা গোষ্ঠীর (Tata Group) এই উদ্যোগে নতুন বাড়ি কেনার উপর পেতে পারেন ১৯ লক্ষ টাকা পর্যন্ত ছাড়।

বাড়ি তৈরিতে বিশেষ উদ্যোগ টাটার (Tata Group)

টাটার একটি সংস্থা এমন অফার নিয়ে এসেছে যা শুনলে অনেকের বিশ্বাসই হবে না। স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়ি কেনার উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় ও অন্যান্য বিশেষ কিছু অফারের ঘোষণা করেছে রিয়েলটি ফার্ম টাটা হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানি। এই সংস্থা জানিয়েছে, দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতে বেশ কিছু বিলাসবহুল এপার্টমেন্ট প্রজেক্টে নতুন ফ্ল্যাট কেনার উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

   

আরোও পড়ুন : শেষমেশ একী হল কলকাতায়! টাকা দিয়েও মিলছে না LPG Cylinder! বাধ্য হয়ে যা বলল Indian Oil….

পশ্চিম মুম্বাইয়ের থানেতে (Thane) টাটার ‘সেরিন’ প্রকল্পে সব থেকে বেশি ছাড় দেওয়া হচ্ছে। এই প্রজেক্টে টাটা গোষ্ঠী (Tata Group) স্ট্যাম্প ডিউটিতে ১৯ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়াও মুম্বইয়ের কল্যাণ এলাকায় টাটা হাউজিংয়ের ‘অমন্ত্রা’ প্রকল্পে প্রথম ২৫ টি ইউনিটের জন্য থাকছে স্ট্যাম্প ডিউটিতে ৪ লক্ষ টাকা ছাড়। একই সাথে ক্রেতাদের একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে পুনের টাটা ভ্যালু হোমসের ‘সেন্স ৬৬’ প্রকল্পে।

ratan tata housing

পাশাপাশি, তামিলনাড়ুর (Tamilnadu) কোচিতে টাটা রিয়েলটির ‘ত্রিত্বম’ প্রকল্পে জিরো স্ট্যাম্প ডিউটির ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পে রেজিস্ট্রি (Registration) করিয়ে দেওয়া হবে আপনার বাড়ির (House)। অন্যদিকে, সংস্থার পক্ষ থেকে তিন লক্ষ টাকার ফার্নিসিং ভাউচার দেওয়া হচ্ছে বেঙ্গালুরুর (Bengaluru) ‘নিউ হ্যাভেন’ প্রকল্পে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর