হয়ে গেল কনফার্ম! ২৭ হাজার কোটি খরচ করে ২৭ হাজার জনকে চাকরি দেবেন রতন টাটা, সামনে এল প্ল্যান

বাংলা হান্ট ডেস্ক: এবার দেশে কর্মসংস্থানের বিরাট সুযোগ করে দিল টাটা গ্রুপ (Tata Group)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং টাটা সন্স লিমিটেডের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন গত শনিবার মরিগাঁও জেলার জাগিরোডে ২৭,০০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর প্রোডাকশন ও টেস্টিং সেন্টারের ভূমিপুজো সম্পন্ন করেছেন। এই প্রকল্পটি গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছিল।

কর্মসংস্থানের বিরাট সুযোগ করে দিল টাটা গ্রুপ (Tata Group):

এদিকে, ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, আসামে টাটা গ্রুপের (Tata Group) সেমিকন্ডাক্টর প্ল্যান্ট একদিনে ৪.৮৩ কোটি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্ল্যান্ট চালু হলে ১৫ হাজার জনের প্রত্যক্ষ এবং ১৩ হাজার জনের পরোক্ষ কর্মসংস্থান হবে।

   

প্রতিটি বড় কোম্পানি এই চিপ ব্যবহার করবে: অশ্বিনী বৈষ্ণব আরও জানান যে, এই প্রকল্প অনুমোদনের পাঁচ মাসের মধ্যেই প্ল্যান্টের নির্মাণকাজ শুরু হয়েছে। এই প্ল্যান্ট থেকে প্রতিদিন আনুমানিক ৪.৮৩ কোটি চিপ তৈরি হবে। এদিকে, এই প্ল্যান্টের বিশেষ বিষয় হল প্ল্যান্টে ব্যবহৃত তিনটি প্রধান প্রযুক্তিই ভারতে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: করে নিন দৃষ্টিশক্তির পরীক্ষা! ৭ সেকেন্ডের মধ্যে এই ছবিতে থাকা পাখিটি খুঁজে পেলেই আপনি জিনিয়াস

তিনি আরও বলেন যে, টাটার (Tata Group) এই প্ল্যান্টে তৈরি চিপগুলি বৈদ্যুতিক যানবাহণ সহ অন্যান্য যানবাহণে ব্যবহার করা হবে। তিনি বলেন, যোগাযোগ ও নেটওয়ার্ক পরিকাঠামো, 5G, রাউটার প্রভৃতি তৈরির প্রতিটি বড় কোম্পানি এই চিপ ব্যবহার করবে।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

প্রস্তুত করা হচ্ছে ইন্ডাস্ট্রি রেডি ওয়ার্কফোর্স: এই প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, সারা দেশে ১১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯ টি উত্তর-পূর্বে অবস্থিত। যেখানে আনুমানিক ৮৫,০০০ ইন্ডাস্ট্রি রেডি ওয়ার্কফোর্সকে সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনে B.Tech, M.Tech এবং PhD স্তরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা অ্যাক্ট ইস্ট পলিসিতে জোর দিয়েছেন এবং এই প্ল্যান্টের নির্মাণ শুরুর সাথে সাথে আসামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর